ইভিএম নিউজ ব্যুরো, ২৮ এপ্রিলঃ ভাঙল লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ। তাই হাওড়া -আমতা শাখার ট্রেন চলাচলে বিঘ্ন। আর তার জেরেই বন্ধ থাকল আপ-ডাউন শাখার পরিষেবা। সকাল ৯ টা ৪৫ মিনিট নাগাদ ভাঙ্গে ট্রেনের প্যান্টোগ্রাফ। ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। আর যার জেরেই ব্যাপক ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। দ্রুত চলে মেরামতির কাজ।
এই প্রসঙ্গে দক্ষিণ রেলের মুখ্য জনসংযোগের আধিকারিক আদিত্য কুমার চৌধুরী বলেন, সকাল ১০ টা নাগাদ ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।ফলে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
উল্লেখ্য, গত ৯ এপ্রিলও হাওড়া-আমতা লাইনে আগুন লেগে গিয়েছিল। যার জেরে সেদিনও প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা।(EVM News)নিখোঁজ সদ্যোজাত শিশু, বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতিবাদ বিজেপির যুব মোর্চার