ইভিএম নিউজ ব্যুর, ২৭ এপ্রিলঃ (Latest News) গ্রেফতার কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল
গরু পাছারকান্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মন্দল্কে গ্রেফতার করল ইদি। বুধবার সকালে সাড়ে ১০টা নাগাদ দিল্লির ইদি দফতরে হাজিরা দেন সুকন্যা। দীর্ঘদিনের জিঙ্গাসাবাদের প্র তাকে গ্রেফতার করে ইডি। এর আগেও অনেকবার ইডির জেরার মুখে পরেছিলেন সুকন্যা, কিন্তু বারবারই ইডি আধিকারিকদের প্রশ্নের মিখে সুকন্যা দাবি করেন, তিনি কিছুই জানেন না । তার বাবা ও মণীশ আঙ্কেল (হিসাবরক্ষক মণীশ কোঠারি) সব জানেন।
গোরু পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে সুকন্যার নাম সামনে আসে একাধিক বার । তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পারেন, সুকন্যার নামে প্রচুর সম্পত্তি রয়েছে। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তার নামে রয়েছে একাধিক ফ্ল্যাট, লাখ লাখ টাকার ফিক্সড ডিপোজিট। এই সব দেখে চোখ কপালে ওঠে তদন্তকারী আধীকারিকদের। এর পাশাপাশি ভলেব্যোম সহ একাধিক রাইস মিল ও অন্যান্য সংস্থার দায়িত্বে ছিলেন সুকন্যা।
ইডি সূত্রে জানা গিয়েছে, সুকন্যার এই বিপুল পরিমাণ সম্পত্তি পিছনে গরু পাচারের তাকাই রয়েছেন বলে মনে করা হচ্ছে। এমনকি প্রথম দিকে ব্যবসা সংক্রান্ত জাবতীয় নির্দেশ অনুব্রত মণ্ডলের তরফে থাকলেও পরবর্তীকালে রাশ যায় সুকন্যরা হাতে। তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানাতে পেরেছেন, টাকা লেনদেনের ক্ষেত্রেও অনুব্রত কন্যার সই থাকতো।
ইডি সূত্রে কবএ, সুকন্যাকে এই নিয়ে প্রশ্ন করা হলে গোটা বিষয়টি তিনি এড়িয়ে গিয়েছেন। সব দায় বাবার ঘাড়েই চাপিয়েছেন সুকন্যা। এমনকী ইডি আধিকারিকদের প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে তিনি। সেই কারণে তাকে শেষমেশ গ্রেফতার করে ইডি আধিকারিকরা।
ইডি আধিকারিকরা মনে করছেন সুকন্যাকে হেফাজতে নিয়ে জিঙ্গাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারনে তাকে আজ বৃহস্পতিবার দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করে পাঁচদিনের হেফাজত চাইতে পারে ইডি। আদালত আজ কী রায় দেয় সেটাই এখন দেখার। (EVM News)