ইভিএম নিউজ ব্যুরো, ২৫ এপ্রিলঃ যত দিন যাচ্ছে প্রযুক্তিও ততই এগোচ্ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে মানুষও। সব কিছুতেই এসেছে নতুনত্বের ছোঁয়া। এবার ছাত্রদের সঙ্গে অ্যাকাউন্টসের পরীক্ষা দিল চ্যাটজিপিটি (chatGPT)। তাবড় টেক বিশেষজ্ঞরা মনে করছেন, এই চ্যাটজিপিটির করণেই বহু মানুষ খোয়াবেন তাদের চাকরি। আর এই ওপেন এআই -এর চ্যাটবটটি চ্যাটজিপিটি এখনও পর্যন্ত অনেকগুলি পরীক্ষায় সফল হয়েছে। এর মধ্যেই চ্যাট জিপিটির নতুন সংস্করণ জিপিটি -৪ বাজারে এসেছে। নির্মাতা সংস্থার দাবি, আগের থেকে তাদের এই নতুন সংস্করণ আরও বেশি উন্নত ও আরও বেশি নির্ভুল হয়েছে। আর তা পরীক্ষা করতে অ্যাকাউন্টস পেপারে চ্যাটজিপিটি কেমন ফল করছে তা যাচাই করে দেখল বিগহাম ইয়ং ইউনিভার্সিটি সহ অন্যান্য আরও ১৮৬টি বিশ্ববিদ্যালয়। চ্যাটজিপিটির পাশাপাশি একই প্রশ্নপত্র ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। আর সেই রেজাল্ট দেখলে আপনিও অবাক হতে বাধ্য।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে ? EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন

সেখানে দেখা গিয়েছে, ওই চ্যাট জিপিটির ফল সেই অর্থে আশানুরূপ হয়নি। অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা ভালো ফল করেছে। আবার অনেক ক্ষেত্রে ফল খারাপ হতে দেখা গিয়েছে। যেমন অ্যাকাউন্টসের পরীক্ষায় ৭৬.৭ শতাংশ স্কোর করেছে পড়ুয়ারা। আর যেখানে চ্যাট জিপিটি পেয়েছে মাত্র ৪৭.৪ শতাংশ। তবে, মোট প্রশ্নসংখ্যার ১১.৩ শতাংশে চ্যাট জিপিটি পড়ুয়াদের থেকে বেশি নম্বর পেয়েছে। অনেকক্ষেত্রে চ্যাটবটগুলি অডিটিং ও এআইএস বিষয়ে ভালো ফল করেছে। আবার ট্যাক্স, অ্যাকাউন্টস ও ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রশ্নের উত্তরে ভালো ফল করতে পারেনি এই চ্যাটবটটি।
এই প্রসঙ্গে বিগহাম ইয়ং ইউনিভার্সিটির এক পড়ুয়া বলেন, সেই অর্থে চ্যাটজিপিটি এখনও পর্যন্ত নিখুঁত হয়ে ওঠেনি। এটি সব জায়গায় ব্যবহার করা সম্ভব নয়।এর আগেও অনেক পরীক্ষায় চ্যাট জিপিটি সমস্যায় পড়তে হয়েছে। আসলে এই চ্যাটবটের জ্ঞান সীমিত, সেই কারণে অঙ্ক ও সাম্প্রতিক বিষয়ে অনেক প্রশ্নের ভুল উত্তর দেয় এই চ্য়াটবট। সবথেকে বড় বিষয় হল, ভুল উত্তরকে ঠিক বলে চালানোর ও চেষ্টা করে এই চ্যাটজিপিটি – এ রকম অভিযোগও উঠেছে।(EVM News)আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে পুরুলিয়ায় ? EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন…

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর