ইভিএম নিউজ ব্যুরো, ২৪ এপ্রিলঃ EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন…
মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা: ২২৩+
বিজেপি : (১২০ -১২৫) বাম-কংগ্রেস জোট : (১০-১৫) তৃণমূল : (৮০-৯০) মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা: ১৭ বিজেপি : (৮-৯) বাম-কংগ্রেস জোট : (১-২) তৃণমূল : (৫-৬) জেলা পরিষদ- মোট আসন সংখ্যা: ৫২+
বিজেপি : (২৭-৩০) বাম-কংগ্রেস জোট : (৪-৬) তৃণমূল : (১২-১৫) মোট ব্লক সংখ্যাঃ ২৬ ১) পাঁশকুড়া-১: (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১৪ )
বিজেপি ( ৪-৫) টি, বাম- কংগ্রেস জোট (২-৩) টি ও তৃণমূল (৫-৬) টি দখল করতে পারে।
২) পাঁশকুড়া-২: (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১২)
বিজেপি ৪টি, বাম- কংগ্রেস জোট ১টি ও তৃণমূল ৭টি দখল করতে পারে।
৩) তমলুকঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১২)
বিজেপি ৬টি, বাম- কংগ্রেস জোট ০টি ও তৃণমূল ৬টি দখল করতে পারে।
৪) শহীদ মাতঙ্গিনীঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা-১০) বিজেপি (৪-৫)টি, বাম- কংগ্রেস জোট (১-২)টি ও তৃণমূল (৩-৪)টি দখল করতে পারে।
৫) নন্দকুমারঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১২)
বিজেপি (৫-৬)টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (৫-৬)টি দখল করতে পারে।
৬) ময়নাঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১১)
বিজেপি (৭-৮)টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (৩-৪) টি দখল করতে পারে।
৭) চণ্ডীপুরঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১০)
বিজেপি (৪-৫)টি, বাম- কংগ্রেস জোট (১-২) টি ও তৃণমূল (৩-৪) টি দখল করতে পারে।
৮) মহীষাদলঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১১)
বিজেপি (৩-৪) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (৫-৬) টি দখল করতে পারে।
৯) সুতোহাটাঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৬)
বিজেপি (২-৩) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (২-৩) টি দখল করতে পারে।
১০) নন্দীগ্রাম-১ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১০)
বিজেপি (৫-৬)টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (৪-৫)টি দখল করতে পারে।
১১) নন্দীগ্রাম-২ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৭)
বিজেপি (৩-৪) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (৩-৪) টি দখল করতে পারে।
১২) হলদিয়াঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৪)
বিজেপি (২-৩) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও (২-৩) তৃণমূল টি দখল করতে পারে।
১৩) ভগবানপুর-১ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১০)
বিজেপি (৭-৮) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (২-৩) টি দখল করতে পারে।
১৪) ভগবানপুর-২ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৯)
বিজেপি (৫-৬) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (২-৩) টি দখল করতে পারে।
১৫) খেজুরী-১ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৬) বিজেপি (২-৩) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (২-৩) টি দখল করতে পারে। ১৬) খেজুরী-২ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৫) বিজেপি (৩-৪) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (১-২) টি দখল করতে পারে। ১৭) কাঁথি-১ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৭) বিজেপি (২-৩) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (৩-৪) টি দখল করতে পারে। ১৮) কাঁথি-২ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা-৬ ) বিজেপি (৩-৪) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (১-২) টি দখল করতে পারে। ১৯) কাঁথি-৩ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা-৮ ) বিজেপি (৩-৪) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (৪-৫) টি দখল করতে পারে। ২০) দেশপ্রাণঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৮) বিজেপি (৫-৬) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (২-৩) টি দখল করতে পারে। ২১) রামনগর-১ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৮) বিজেপি (২-৩) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (৪-৫) টি দখল করতে পারে। ২২) রামনগর-২ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৮) বিজেপি (৩-৪) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (৩-৪) টি দখল করতে পারে। ২৩) এগরা-১ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৮) বিজেপি (৫-৬) টি, বাম- কংগ্রেস (০) জোট টি ও তৃণমূল (১-২) টি দখল করতে পারে। ২৪) এগরা-২ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৮) বিজেপি (৪-৫) টি, বাম- কংগ্রেস জোট (১-২) টি ও তৃণমূল (২-৩) টি দখল করতে পারে। ২৫)পটাশপুর-১ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৮) বিজেপি (২-৩) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (৪-৫)টি দখল করতে পারে। ২৬) পটাশপুর-২ঃ (মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ৭) বিজেপি (২-৩) টি, বাম- কংগ্রেস জোট (০) টি ও তৃণমূল (৩-৪) টি দখল করতে পারে। (EVM News)