
ইভিএম নিউজ ব্যুরো, ৬ এপ্রিলঃ অবশেষে সফল হল প্রচেষ্টা। দমদমের সেন্ট্রোল জেল মোড় রোডের কাছ থেকে ব্রিটিশ আমলের কামানটি উদ্ধার করল সিইএসসি(CSC)। উদ্ধার হওয়া কামানটির দৈর্ঘ্য প্রায় ১১ ফুটের কাছাকাছি। আর যা দেখে উৎসাহিত সাধারণ মানুষ।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিশিয়াল ট্রাস্টি বিপ্লব রায়ের নেতৃত্বে ঐ কামান তোলার চেষ্টা করা হয়েছিল। অনুমান করা হচ্ছে, কামানটির নকশা ১৭৬৪ খ্রীস্টাব্দে অনুমোদন করা হয়েছিল। সেখানে তখন উপস্থিত ছিলেন বন্দুক ও কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন, দমদম থানার পুলিশ এবং সিইএসসির আধিকারিকরা। টানা ১৫ দিন ধরে কাজ করেন সিইএসসি আধিকারিকেরা। আনাও হয়েছিল ক্রেন।
অবশেষে গতকাল অর্থাৎ ৬ এপ্রিল উদ্ধার করা হল ১১ ফুটের ওই ঐতিহাসিক কামানটি। এই প্রসঙ্গে সিইএসসি ইঞ্জিনিয়ার শ্যামাপদ দাস বলেন, কামানটি তোলার উদোক্ত্যারা আমাদেরকে জানিয়েছিল। গত ১ লা এপ্রিল থেকে কাজটি শুরু করে আজ সম্পূর্ণ সাবধানতার সঙ্গে কাজটি শেষ করা হয়েছে। আপাতত উদ্ধার হওয়া এই ব্রিটিশ কামান রাখা হবে হাইকোর্ট সংলগ্ন নব মহাকরণ ভবনে। এবং পরিশুদ্ধ করার পরই সেটা সংরক্ষণ করা হবে জানা গিয়েছে।গ্রুপ ‘ডি’ পদের ওয়েটিং লিস্টের চাকরিপ্রার্থীদের ঐতিহাসিক লংমার্চ -এর আজ শেষ দিন
এই প্রসঙ্গে অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল বলেন, এখনঅ পর্যন্ত এত বড়ো মাপের কামান এর আগে কলকাতায় পাওয়া যায়নি। সেই নিরিখে এইটি কলকাতার বৃহত্তম কামান বলে চিহ্নিত করা হচ্ছে। (EVM News) ‘দুয়ারে সরকার’ ক্যাম্পই তুলে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা
 
				
 
								 
								 
								 
								



















