ইভিএম নিউজ ব্যুরো, ৬ এপ্রিলঃ বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির (BJP) দক্ষিণ কলকাতা জেলার স্বাস্থ্য পরিষেবা সেল এর পক্ষ থেকে বেহালার পর্ণশ্রী অটো স্ট্যান্ডে পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করা হল। এই উপলক্ষে ১৩১ ও ১৩২ নম্বর ওয়ার্ডের সমস্ত অটোচালক, রিকশাচালক, ভ্যান চালক ও রাস্তায় চলমান সকল গাড়ির চালকদের ওয়ারেস আর জলের বোতল দেওয়া হল, যাতে এই গরমে তারা কিছুটা স্বস্তি পান।
এদিনের এই কর্মসূচিটিতে উপস্থিত ছিলেন লোকসভার কনভেনার শীর্ষেন্দু ব্যানার্জি, জেলা সম্পাদক কাজল ভৌমিক, স্বাস্থ্য পরিষেবা সেলের কনভেনার অমিতাভ চক্রবর্তী, মৎস্যজীবী সেল এর কনভেনার শুভাশিস কর চৌধুরী, বেহালা পশ্চিমের স্বচ্ছ ভারতের কনভেনার স্বপন মন্ডল, যুব অবজারভার বিনোদ চৌধুরী, জেলার কালচারাল সেল এর কনভেনার গৌতম সিং, জেলার মাইনরিটি মোর্চার সহ-সভাপতি রাজেন ভৌমিক, জেলা নেত্রী অনিন্দিতা ঘোষ, রাজ্য নেত্রী সুতপা গুপ্ত, অদিতি মৈত্র ও বিজেপি-র স্থানীয় অন্যান্য কর্মী ও সদস্যরা।