জাহাঙ্গীর বাদশা, ২৭ মার্চঃ  পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ অব্যাহত। এবার সংঘর্ষ স্থল ময়নার বাকচা দক্ষিন আড়ং কিয়ারানা  যদিও ২০১৯ এর লোকসভা ভোটের পর থেকে বারবার শিরোনামে উঠে এসেছে ময়নার বাকচা। বিজেপির অভিযোগ, রবিবার বিকেলে তাঁদের মিছিল চলাকালীন হঠাৎই হামলা চালায় কিছু তৃণমূল কর্মী সমর্থক। কিছুক্ষণ পর তা সংঘর্ষের রূপ নিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।এরপর বেশ কয়েকজন তৃণমূল ও বিজেপি কর্মীকে আটকও  করেছে পুলিশ।

কিন্তু এই ঘটনার রেষ কাটতে না কাটতেই আজ ভোর থেকে বাকচার গোড়ামাল ফের বোমাবাজি শুরু হয়। বিজেপির অভিযোগ,  তাঁদের কয়েকজন কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ে দুষ্কৃতীরা। এরফলে থমথমে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা ময়না জুড়ে। এলাকায় মতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ।

তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন বিধায়ক সংগ্রাম কুমার দলুইয়ের অবশ্য দাবি, “এলাকায় বিজেপি নতুন করে সন্ত্রাস সৃষ্টি করছে। ওদের গোষ্ঠী কোন্দলের জেরে বোমা গুলির লড়াই চলছে। বিজেপি এলাকার দখলের লড়াইয়ে নেমেছে আর নিজেরা নিজেরাই গন্ডগোল করছে। যে এলাকায় গন্ডগোল হচ্ছে সেখানে তৃনমূলের কোন কর্মী নেই। তাহলে আমরা গন্ডগোল করব কি করে? বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের দায় তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে”। এদিকে বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় ভয়-ভীতির পরিবেশ সৃষ্টির জন্যই উদ্দেশ্য প্রণোদিত ভাবে হামলা চালিয়েছে তৃণমূল।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর