স্বপন পাল, ২২ মার্চঃ ভয়াবহ এক অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল  শৈলরানী দার্জিলিঙ। বুধবার সকালে পুড়ে ছাই হয়ে গেল ঐতিহাসিক ঘুমটি রিসর্ট। অগ্নিকান্ডের ঘটনার পর পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রিসর্টের ম্যানেজার জহর চৌধরী জানান,অগ্নিকান্ডের ফলে কম করে চার থেকে পাঁচ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, দার্জিলিংয়ের কার্শিয়াং মহকুমার ঘুমটি চা বাগানের অন্তর্গত এই রিসর্টটি কার্শিয়াং শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত এবংপর্যটকদের  কাছেও বেশ জনপ্রিয়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে আচমকা রিসর্টটি থেকে ধোঁয়া বের হতে দেখেন রিসর্টের কর্মীরা। রিসর্টটি সম্পূর্ণ কাঠের তৈরি হওয়ার কারণে মুহুর্তের মধ্যেই এই অগ্নিকান্ড ভয়াবহ রূপ নেয়। এরপর এই কর্মীরাই দমকলে খবর দেয়।

আগুণ লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। পৌঁছন কার্শিয়াংয়ের মহকুমাশাসকও। কিন্তু দমকল পৌঁছনোর আগেই গোটা রিসর্ট পুড়ে খাক হয়ে যায়।প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই রিসর্টে আগুণ লাগে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর