ইভিএম নিউজ ব্যুরো, ৬ মার্চঃ ট্যুইটার ব্যবহারকারীরা এবার লম্বা ট্যুইট করতে পারবেন ট্যুইটারে। সোমবার ট্যুইটার প্রধান এলন মাস্ক জানিয়েছেন, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম খুব শীগ্রই “লংফর্ম টুইট” ১০,০০০ অক্ষরে প্রসারিত করবে ।
সূত্রের খবর, ট্যুইটারে মার্কিন মুলুকের ব্লু সাবস্ক্রাইবাররা চার হাজার শব্দের টুইট পোস্ট করতে পারবেন-এই ঘোষণা করার এক মাসের মধ্যেই ট্যুইটার প্রধান এই ঘোষণা করলেন। প্রায় ১৬ বছরের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ট্যুইটার ক্যারেক্টার সংখ্যা বৃদ্ধি করছে ।
প্রসঙ্গত, ট্যুইটার ট্যুইট ক্যারেক্টার বৃদ্ধি করেছিল ২০১৭ সালে । যদিও মাস্ক স্পষ্ট করেননি যে এই নতুন বৈশিষ্ট্যটি শুধুমাত্র ব্লু-টিক গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি নন-পেইড ব্যবহারকারীরাও এটির সুবিধা পাবে। আগে টুইটগুলি শুধুমাত্র ২৮০অক্ষরের মধ্যে সীমাবদ্ধ ছিল, যা এখনও নন-সাবস্ক্রাইবারদের জন্য প্রযোজ্য। এদিকে, মাস্ক বলেন যে মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মটি “সাবস্ক্রিপশন বাড়াচ্ছে” যাতে ব্যবহারকারীরা তাদের অনুসারীদের নির্দিষ্ট সামগ্রীর জন্য “চার্জ” করতে পারে। তবে কবে থেকে নতুন ফিচারটি গ্রাহকরা ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে কিছু পরিষ্কার করে বলেননি ট্যুইটার প্রধান।