অরুপ পাল, ২৭ ফেব্রুয়ারিঃ মঙ্গলবার ঘরের মাঠে কিশোর ভারতী স্টেডিয়ামে আই লিগের ম্যাচে মহমেডান স্পোটিং ক্লাবের সামনে রাজস্থান ইউনাইটেড এফ সি। উনিশ ম্যাচে তেইশ পয়েন্ট সংগ্রহ করে মহমেডান এই মুহূর্তে রয়েছে সপ্তম স্থানে। সমসংখ্যক ম্যাচে বাইশ পয়েন্ট সংগ্রহ করে রাজস্থান এফ সি রয়েছে অষ্টম স্থানে। তাই শুক্রবার লড়াই হল অষ্টম স্থানের সঙ্গে সপ্তম স্থানের লড়াই।
আগের ম্যাচে ঘরের মাঠে মহমেডান ছয় চার গোলে হারিয়েছে শীর্ষ স্থানে থাকা শ্রীনিধী ডেকান ক্লাব কে। নতুন কোচ মেহেরাজ উদ্দিন ওয়েডুর কোচিং জয়ের সরণিতে ফেরার পর এবার রাজস্থান এফসি-র বিরুদ্ধে তিন পয়েন্ট সংগ্রহ করাই টার্গেট মহমেডানের।
রাজস্থানের বিরুদ্ধে পুরো পয়েন্ট সংগ্রহ করতে সাদা কালো শিবিরের কোচের ভরসা মার্কোস জোসেফ, নিকোলা, কেন লুইস,আবিওলা দাউদার মতো বিদেশিরা। এছাড়া রয়েছেন বঙ্গ ফুটবলার সেখ ফৈয়াজ। সব মিলিয়ে রাজস্থান এফসি-র বিরুদ্ধে পুরো পয়েন্ট সংগ্রহ করে মাঠ ছাড়ার জন্য প্রস্তুত মহমেডান ফুটবলাররা। নতুন কোচ মেহেরাজ উদ্দিন ওয়েডুর কোচিংয়ে মহমেডান স্পোটিং ক্লাব টানা দুটি ম্যাচে জয় পায় কিনা তা অবশ্য সময় ই বলবে।