ইভিএম নিউজ ব্যুরো, ২৩ ফেব্রুয়ারিঃ কলকাতা হেরিটেজগুলির মধ্যে ট্রামও সকলের কাছে আবেগ। কিন্তু বর্তমানের সঙ্গে পাল্লা দিতে পারেনি ট্রাম।যত দিন যাচ্ছে বেড়ছে জনসংখ্যা।যানজটের সমস্যার কারণে উঠে গিয়েছে ট্রামের ব্যবহার। আগামীকাল ট্রামের ১৫০ বছর পথচলা পূর্তি হওয়ার উপলক্ষে কলকাতা হেরিটেজ রুটে ট্রাম যাত্রা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়  পশ্চিমবঙ্গ পরিবহণ নিরগমন। আর তারই ট্রায়াল রান শুরু করেছে মঙ্গলবার রাত থেকে।কলকাতার বেশ কয়েকটি হেরিটেজ রুটগুলি দিয়ে যাবে ট্রামগুলি। কলেজ স্ট্রিটের বইপাড়া, কফি হাউজ, স্বামী বিবেকানন্দর বাড়ি, বিধান সরণী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি সহ  বেশ কয়েকটি জায়গা। বেশকিছু দিন ধরে চলছিল ওয়েলিংটন স্কোয়ার মেট্রো রুটের কাজের জন্য আপাতত মোট পাঁচটি রুটে চলবে বলে  জানা গিয়েছে ।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবার গতি সচল রাখার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করলেন রাজ্য বিধানসভারই অধ্যক্ষ তথা  দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারকে তাঁর আবেদন, কলকাতার স্মৃতি ভরপুর ঐতিহ্যবাহী ট্রামকে বাঁচিয়ে রাখা হোক। কিন্তু বিধানসভায় তাঁর এই আবেদনের প্রেক্ষিতে কোনও আশ্বাসই দিতে পারেননি পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বর্তমানে কলকাতা নগরী থেকে ট্রাম পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এই প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম একটি দূষণহীন যানবাহন। বাচ্চা থেক শুরু করে বয়স্ক মানুষ , মহিলাদের পক্ষে অত্যন্ত  উপযোগী পরিবহণ। তাছাড়া কলকাতার ট্রামের একটি সমৃদ্ধ ইতিহাসও রয়েছে। এবার সেই পুরানো ট্রামের কিছু রুটকে বাঁচিয়ে রাখতে চাইছে সরকার।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর