অরূপ পাল, ২৩ ফেব্রুয়ারিঃ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আই এস এল টুর্নামেন্টের ফিরতি পর্বের বড় ম্যাচে ইমানি ইস্টবেঙ্গল ক্লাবের সামনে এটিকে মোহনবাগান। ইতিমধ্যে বড় ম্যাচ ঘিরে শহর কলকাতায় উত্তেজনা। টিকিটের চাহিদা তুঙ্গে। এর ই মধ্যে দুই ব্যস্ত বড় ম্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতিতে। প্রথম পর্বের ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান। তাই ফিরতি পর্বের ম্যাচে বদলা নিতে মরিয়া স্টিফেন কনস্ট্যানটাইনের ফুটবলাররা।
বড় ম্যাচে জয়ের জন্য দুই প্রধানের ভরসা ব্রাজিলিয়ান তারকা ক্লেইটন সিলভা এবং দিমিত্রি পেত্রাতোস। দুই প্রধানের দুই বিদেশি কে ঘিরে সদস্য, সমর্থকরা তিন পয়েন্ট সংগ্রহ করার স্বপ্ন দেখছেন। আপাতত উনিশ ম্যাচে বারোটি গোল করে সবোর্চ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে রয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের ব্রাজিলিয়ান তারকা ক্লেইটন সিলভা। অন্য দিকে বেশ কয়েকটি ম্যাচে গোল করে মোহনবাগান কে জয় এনে দিয়ে দলকে নক আউট পর্বে খেলার ছাড়পত্র সংগ্রহ করতে বড় ভূমিকা ছিল দিমিত্রি পেত্রাতোসের। এই দুই ফুটবলারের পাশাপাশি শনিবাসরীয় লড়াইয়ে রয়েছেন দুই সাহেব ফুটবলার।
মোহনবাগানের আইরিশ ফুটবলার কার্ল ম্যাকহিউ এবং ইস্টবেঙ্গলের বৃটিশ ফুটবলার জ্যাক জার্ভিস। দুজনেই এই মুহূর্তে বেশ নজর কাড়া ফুটবল উপহার দিয়েছেন। কেরালা ব্লাস্টারসের বিরুদ্ধে দুটি গোল করে নায়ক হয়েছিলেন কার্ল ম্যাকহিউ। আর লাল হলুদ জার্সি গায়ে নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে দুরন্ত ব্যাক ভলিতে গোল করে সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জার্ভিস। কার্ল ম্যাকহিউ এবং জ্যাক জাভিস দু জন দুজনকে বেশ ভালো চেনেন। এখন দেখার বড় ম্যাচে কার্ল ম্যাকহিউ নাকি জ্যাক জার্ভিস কে নায়ক হয়ে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়েন।