অরুপ পাল, ২৩ ফেব্রুয়ারিঃ শুক্রবার ঘরের মাঠে কিশোর ভারতী স্টেডিয়ামে আই লিগের ম্যাচে মাঠে নামছে মহমেডান স্পোটিং ক্লাব। প্রতিপক্ষ শ্রীনীধি ডেকান। লড়াই হল ফাস্ট বয়ের সঙ্গে অষ্টম বয়ের। আই লিগে আপাতত শীর্ষে রয়েছে শ্রীনিধী ডেকান। আর কুড়ি পয়েন্ট সংগ্রহ করে রেড রোডের ধারে অবস্থিত মহমেডান স্পোটিং ক্লাব রয়েছে অষ্টম স্থানে।
আগের ম্যাচে দু বার এগিয়ে থেকেও রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে জয় হাতছাড়া হয়েছে সাদা কালো শিবিরের। তাই ঘরের মাঠে শ্রীনিধী ডেকান ক্লাবের বিপক্ষে তিন পয়েন্ট সংগ্রহ করতে মরিয়া মহমেডান। আই পরপর পয়েন্ট নষ্ট করার জন্য কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় কিবু ভিকুনার কে। ভিকুনারের পরিবর্তে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেরাজ উদ্দিন ওয়েডু কে। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে তিন পয়েন্ট সংগ্রহ করতে মহমেডান কোচের ভরসা তিন বিদেশী মার্কোস জোসেফ,ক্রিস্টি দাভিস এবং কেন লুইস। এই তিন বিদেশীর পাশাপাশি সাদা কালো শিবিরের আরেক ভরসা বঙ্গ ফুটবলার অররিজিৎ বাগুই। এখন দেখার ঘরের মাঠে শ্রীনিধী ডেকান কে হারিয়ে নতুন কোচ মেহেরাজ মহমেডান স্পোটিং ক্লাব কে তিন পয়েন্ট এনে দিতে পারেন কিনা।