ব্যুরো নিউজ, ২৭শে জানুয়ারী ২০২৬ : ২০২৬ সালের আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ শুরুর আগেই বড়সড় রদবদল ঘটে গেল টুর্নামেন্টের সূচিতে। সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে যে, আসন্ন এই মেগা ইভেন্টে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। গত শনিবার, ২৪শে জানুয়ারি আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মূলত ভারতের মাটিতে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণ দেখিয়ে বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কেন সরতে হলো বাংলাদেশকে?
সূত্রের খবর, বিসিবি-র পক্ষ থেকে আইসিসি-র কাছে আবেদন জানানো হয়েছিল যেন ভারতের মাটিতে তাদের ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। কিন্তু আইসিসি সেই দাবি মেনে নেয়নি। দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি বিষয়টি আইসিসি-র ডিসপিউট রেজোলিউশন কমিটির (DRC) কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে মূল পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Bangladesh : নওগাঁ থেকে যশোর: ওপার বাংলায় অব্যাহত সংখ্যালঘু নির্যাতন, বাড়ছে মৃত্যুমিছিল।
স্কটল্যান্ডের ১৫ সদস্যের দল ও ইডেনের রণকৌশল
বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়েই স্কটল্যান্ড তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে। রিচি বেরিংটনের নেতৃত্বে এই দলে টম ব্রুস, ম্যাথিউ ক্রস, মার্ক ওয়াট এবং ব্র্যাড হুইলদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। স্কটল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ৭ই ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এরপর ৯ই ফেব্রুয়ারি তারা ইডেনেই ইতালির মুখোমুখি হবে। গ্রুপ সি-তে স্কটল্যান্ড ছাড়াও রয়েছে ইংল্যান্ড, ইতালি এবং নেপাল।
পাকিস্তানের কড়া অবস্থান ও আইসিসির হুঁশিয়ারি
বাংলাদেশের এই বিদায়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি একে “আইসিসির দ্বিমুখী নীতি” এবং “অবিচার” বলে অভিহিত করেছেন। এমনকি বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে আগামী ১৫ই ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হতে চলা ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি বয়কটেরও ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। তবে আইসিসি এই বিষয়ে পিসিবি-কে কড়া সতর্কবার্তা দিয়েছে। জানানো হয়েছে যে, যদি পাকিস্তান টুর্নামেন্ট বা কোনো ম্যাচ বয়কট করে, তবে তাদের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করা, পিএসএল-এ বিদেশি খেলোয়াড়দের এনওসি বাতিল এবং এশিয়া কাপ থেকে নির্বাসনের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।
Bangladesh : পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে হত্যা: বাংলাদেশে এক মাসে চার হিন্দু নিধন
ব্রাত্য বাংলাদেশি সাংবাদিকরা
বাংলাদেশের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর রেশ পৌঁছেছে সংবাদমাধ্যম পর্যন্তও। জানা গেছে, প্রায় ১৩০ থেকে ১৫০ জন বাংলাদেশি সাংবাদিক অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করেছে। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাংলাদেশ সরকার দেশটিকে ভ্রমণের জন্য নিরাপদ নয় বলে দাবি করায় ভিসাসংক্রান্ত জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (BSJA)।
স্কটল্যান্ড স্কোয়াড একনজরে:
রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথিউ ক্রস, ব্র্যাড কারি, অলি ডেভিডসন, ক্রিস গ্রিভস, জয়নুল্লাহ এহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরীফ, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল।

















