ইভিএম নিউজ, ২৩ ফেব্রুয়ারিঃ বান্টি অর বাবলির পর ফের রানি মুখোপাধ্যায়ের নতুন হিন্দি ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র ট্রেলার মুক্তি পেল বৃহস্পতিবার। অসীমা ছিব্বর পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতেই বলিউড দুনিয়ায় পা রাখতে চলেছেন টলিউডের অন্যতম তারকা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ছবিটিতে একদম ঘরোয়া বাঙালি গৃহিণীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রানিকে।
ছবির মূল বিষয়বস্তু এক মায়ের তার সন্তানদের ফিরে পাওয়ার জন্য লড়াই। গল্পটি এইরকম – চাকরি সূত্রে স্বামী (অনির্বাণ ভট্টাচার্য) কলকাতা থেকে তার গোটা পরিবারকে নিয়ে নরওয়েতে পাড়ি দেয়। সেখানেই থাকতে শুরু করে তারা। স্বামী সন্তান নিয়ে ওই মহিলা (রানি মুখোপাধ্যায়) দিব্যি নতুন জায়গা উপভোগ করছিলেন। কিন্তু হঠাৎ-ই সেই সুখে বাধ সাধল নরওয়ের সরকার। মা-বাবার থেকে আলাদা করে দেওয়া হল সন্তানদের। আর এই সন্তানদের ফিরে পাওয়ার লড়াই নিয়েই গল্প। আগামী ১৭ মার্চ সমস্ত সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি।
২০১১ সালে এক বাঙালি দম্পতির সঙ্গে ঠিক একই ঘটনা ঘটেছিল। তাদের দুই সন্তানকে তাঁদের থেকে আলাদা করে রেখেছিল নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিস। তখন নরওয়ে সরকারের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই করে প্রায় ১৮ বছর পর মা তাঁর সন্তানদের ফিরে পান। সেই ঘটনাকেই দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে এই ছবিতে।
পরিচালকের কথায়, এই ছবির জন্য এক বাঙালি সর্বভারতীয় স্তরে পরিচিত জুটিরই খোঁজ চালাচ্ছিলেন তিনি। আর তাই প্রধান নায়িকার চরিত্রে রানি মুখোপাধ্যায়কেই বেছে নেন তিনি। মিস চ্যাটার্জির স্বামীর ভুমিকায় বেছে নেওয়া হয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে।