ব্যুরো নিউজ, ২৫ জানুয়ারি ২০২৫ : প্রতি বছরের মতো এ বছরও প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ঘোষিত হলো দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্ম পুরস্কার’। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে মোট ১৩১ জনকে পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ৫ জন পাচ্ছেন পদ্ম বিভূষণ, ১৩ জন পদ্ম ভূষণ এবং ১১৩ জন পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। উল্লেখযোগ্যভাবে এ বছরের তালিকায় ১৯ জন নারী এবং ১৬ জন মরণোত্তর সম্মানপ্রাপক রয়েছেন।
পদ্ম বিভূষণ: চিরস্মরণীয় পাঁচ কৃতি
দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্ম বিভূষণ’ দেওয়া হচ্ছে ৫ জনকে। তাঁদের মধ্যে অন্যতম হলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল এবং কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন। এই দুজনেই মরণোত্তর সম্মানে ভূষিত হচ্ছেন। এছাড়াও এই তালিকায় রয়েছেন বিশিষ্ট বেহালাবাদক এন রাজাম, প্রখ্যাত আইনবিদ কে টি থমাস এবং শিক্ষা ও সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র পি নারায়ণন।
পদ্ম ভূষণ: শিল্প ও বাণিজ্যের নক্ষত্ররা
এ বছর ১৩ জনকে ‘পদ্ম ভূষণ’ সম্মানে ভূষিত করা হচ্ছে। বিনোদন জগত থেকে জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক এবং দক্ষিণী সুপারস্টার মামুট্টি এই তালিকায় স্থান পেয়েছেন। এছাড়াও শিল্পপতি উদয় কোটাক, টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজ এবং বিজ্ঞাপনী দুনিয়ার প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব পীযূষ পাণ্ডে (মরণোত্তর)-কে এই সম্মান দেওয়া হচ্ছে। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগত সিং কোশিয়ারিও রয়েছেন এই তালিকায়।
পদ্মশ্রী: বাংলার জয়জয়কার ও ক্রীড়া মহোৎসব
১১৩ জন পদ্মশ্রী প্রাপকের তালিকায় এবারও বাংলার দাপট চোখে পড়ার মতো। ওস্তাদ তরুণ ভট্টাচার্য (শিল্প), জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শিল্প), কুমার বোস (শিল্প) এবং হরি মাধব মুখোপাধ্যায় (মরণোত্তর)-সহ পশ্চিমবঙ্গের ১০ জন কৃতি এই সম্মান পাচ্ছেন।
ক্রীড়া জগত থেকেও একঝাঁক তারকা এ বছর পদ্মশ্রী পাচ্ছেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর-কে এই সম্মানে ভূষিত করা হয়েছে। এছাড়াও হকি তারকা সবিতা পুনিয়া এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারও রয়েছেন এই তালিকায়। বলিউড অভিনেতা আর মাধবন এবং প্রসার ভারতীর প্রাক্তন সিইও শশী শেখর ভেম্পতিকেও পদ্মশ্রী দেওয়া হচ্ছে।
Republic Day Presidential Address : সংবিধানই আমাদের ভিত্তি: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশবাসীকে একতার বার্তা রাষ্ট্রপতির
‘অখ্যাত নায়ক’ বা Unsung Heroes-দের বিশেষ স্বীকৃতি
এ বছর পদ্ম পুরস্কারের একটি বড় অংশ জুড়ে রয়েছেন দেশের সেই সব অখ্যাত নায়ক বা ‘Unsung Heroes’, যাঁরা প্রচারের আলো থেকে দূরে থেকেও সমাজের প্রান্তিক মানুষের উন্নতির জন্য জীবন উৎসর্গ করেছেন। অন্তত ৪৫ জন এমন ব্যক্তিকে বেছে নেওয়া হয়েছে যাঁরা প্রতিকূলতার মধ্যেও সমাজসেবা, স্বাস্থ্য এবং উপজাতি সংস্কৃতির বিকাশে কাজ করে চলেছেন।
পরিসংখ্যান ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
এ বছরের তালিকায় ৬ জন বিদেশী/এনআরআই (NRI) এবং ১৯ জন নারী রয়েছেন। এই ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে সমস্ত পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “পুরস্কার প্রাপকদের নিষ্ঠা এবং উৎকর্ষ দেশ ও সমাজকে আরও শক্তিশালী করবে। তাঁদের কাজের মাধ্যমে আগামী প্রজন্ম নতুন করে অনুপ্রাণিত হবে।”
খুব শীঘ্রই রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই কৃতিদের হাতে মানপত্র ও পদক তুলে দেবেন।




















