shubhanshu shukla ashok chkra awardee

ব্যুরো নিউজ, ২৫ জানুয়ারি ২০২৫ : ২০২৬ সালের ২৬ জানুয়ারি, ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের সশস্ত্র বাহিনীর ৭০ জন সদস্যের জন্য বীরত্ব পুরস্কার অনুমোদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই তালিকায় রয়েছেন ৬ জন বীর জওয়ান, যাঁদের মরণোত্তর সম্মান প্রদান করা হচ্ছে। এ বছরের পুরস্কার তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম হলো ইন্ডিয়ান এয়ার ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন তথা মহাকাশচারী শুভাংশু শুক্লা

মহাকাশে সাহসিকতার নজির: অশোক চক্র জয়ী শুভাংশু

গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) সফল অভিযানের জন্য অশোক চক্র সম্মানে ভূষিত হলেন। ২০২৫ সালের জুন মাসে ‘অ্যাক্সিওম-৪’ (Axiom-4) মিশনের অংশ হিসেবে তিনি মহাকাশ ভ্রমণ করেন। রাকেশ শর্মার ৪১ বছর পর তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। মহাকাশে ১৮ দিন অবস্থানকালে তিনি ইসরোর (ISRO) হয়ে ৭টি সহ মোট ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেন, যা ভারতের ২০২৭ সালের ‘গগনযান’ মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কীর্তি চক্র ও শৌর্য চক্র প্রাপকদের তালিকা

রাষ্ট্রপতি এ বছর ৩টি কীর্তি চক্র এবং ১৩টি শৌর্য চক্র প্রদানের অনুমোদন দিয়েছেন।

  • কীর্তি চক্র: অসামান্য সাহসিকতার জন্য এই সম্মান পাচ্ছেন সেনাবাহিনীর মেজর অর্শদীপ সিং, নায়েব সুবেদার দোলেশ্বর সুব্বা এবং বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণান নায়ার।

  • শৌর্য চক্র: ১৩ জন বীরের মধ্যে উল্লেখযোগ্য হলেন লেফটেন্যান্ট কর্নেল ঘাটগে আদিত্য শ্রীকুমার, মেজর আনশুল বাল্টু এবং ল্যান্স দফাদার বলদেব চাঁদ (মরণোত্তর)। নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার দিলনা কে এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা এ-ও তাঁদের সাহসিকতার জন্য শৌর্য চক্র পাচ্ছেন।

বীরত্ব পুরস্কারের পরিসংখ্যান একনজরে

এ বছর অনুমোদিত ৭০টি পুরস্কারের বিভাজন নিম্নরূপ:

  • অশোক চক্র: ০১ জন

  • কীর্তি চক্র: ০৩ জন

  • শৌর্য চক্র: ১৩ জন (১ জন মরণোত্তর)

  • বার টু সেনা মেডেল (বীরত্ব): ০১ জন

  • সেনা মেডেল (বীরত্ব): ৪৪ জন (৫ জন মরণোত্তর)

  • নও সেনা মেডেল (বীরত্ব): ০৬ জন

  • বায়ু সেনা মেডেল (বীরত্ব): ০২ জন

Republic Day Parade : সামরিক শক্তি ও সংস্কৃতির মেলবন্ধন: ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকছে ৩০টি ট্যাবলো ও রোমাঞ্চকর এয়ার-শো

অপরাজেয় আকাশ ও শুভাংশু শুক্লার ক্যারিয়ার

অশোক চক্র জয়ী শুভাংশু শুক্লা কেবল একজন মহাকাশচারীই নন, তিনি একজন অত্যন্ত দক্ষ ফাইটার পাইলট। তাঁর ২,০০০ ঘণ্টারও বেশি ওড়ার অভিজ্ঞতা রয়েছে। তিনি সু-৩০ এমকেআই, মিগ-২১, মিগ-২৯ এবং জাগুয়ারের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান চালনায় পারদর্শী। মহাকাশে তাঁর এই নেতৃত্ব এবং পেশাদারিত্ব ভারতকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।

প্রজাতন্ত্র দিবসের এই পুণ্যলগ্নে দেশের এই বীর সন্তানদের সম্মান প্রদান কেবল তাঁদের সাহসিকতার স্বীকৃতি নয়, বরং এটি তরুণ প্রজন্মের কাছে দেশপ্রেম ও ত্যাগের এক অনন্য অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর