violence in murshidabad WB

 ব্যুরো নিউজ, ২০শে জানুয়ারী ২০২৬ :পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহ যত ঘনিয়ে আসছে, ভোটার তালিকা সংশোধন (SIR) এবং ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ততই চড়ছে। শনিবার ও রবিবার রাজ্যের বিভিন্ন জেলায় ভোটার, রাজনৈতিক কর্মী এবং বিএলও-দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ব বর্ধমান থেকে হুগলি, এমনকি মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগকারী পথগুলি।


কালনা ও চুঁচুড়ায় ফর্ম ৭ নিয়ে সংঘাত

পূর্ব বর্ধমানের কালনায় মহকুমা শাসকের (SDM) দপ্তরের সামনে এদিন তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র হাতাহাতি শুরু হয়। বিজেপি মহিলা মোর্চার কর্মীরা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘ফর্ম ৭’ (নাম বাদ দেওয়ার আবেদন) জমা দিতে এলে উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল কর্মীরা পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ ব্যারিকেড দিলে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

হুগলির চুঁচুড়াতেও একই ছবি দেখা গেছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উপস্থিতিতে এক বিজেপি কর্মীর হাত থেকে একগুচ্ছ ‘ফর্ম ৭’ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। যদিও বিধায়ক এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, কমিশনের ‘খামখেয়ালি’ আচরণের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েই এমনটা করেছেন। শ্রীরামপুরেও ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার প্রতিবাদে লাঠি নিয়ে বিক্ষোভ দেখানো হয়।

WB ECI SIR : ফেব্রুয়ারিতেই চূড়ান্ত তালিকা? রাজ্যে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা উসকে দিলেন অভিষেক


ফর্ম ৭: বিবাদের মূল কারণ

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ফর্ম ৭ মূলত কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া বা মৃত্যু ও স্থানান্তরজনিত কারণে আপত্তির জন্য ব্যবহৃত হয়। বিজেপির অভিযোগ, হাজার হাজার বেআইনি অনুপ্রবেশকারীকে ভোটার তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার তালিকা থেকে বাংলার মানুষকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে।


মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিক নিগ্রহ ও অবরোধ

ভোটার তালিকা সংশোধনের এই আবহে মুর্শিদাবাদ জেলা নতুন করে উত্তাল হয়ে উঠেছে। ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখ নামে এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু এবং বিহারের গাজীপুরে আনিসুর শেখ নামের অন্য এক শ্রমিকের ওপর নৃশংস হামলার খবর আসতেই বেলডাঙ্গা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।

  • অবরোধ: বিক্ষোভকারীরা জাতীয় সড়ক ১২ (NH-12) অবরোধ করে এবং রেল গেট ভাঙচুর করে। উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

  • আহত: পুলিশের লাঠিচার্জ ও বিক্ষোভকারীদের ইটবৃষ্টিতে অন্তত ১২ জন আহত হয়েছেন, যার মধ্যে সাংবাদিকরাও রয়েছেন। তৃণমূলের দাবি, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের টার্গেট করা হচ্ছে। যদিও বিরোধীদের দাবি, ঝাড়খণ্ডের মতো অ-বিজেপি শাসিত রাজ্যেও নিগ্রহের ঘটনা ঘটছে, যা নিয়ে রাজনীতি করছে শাসক দল।


বিপর্যস্ত ভোটার ও মন্ত্রীর অন্নদান

শুনানি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় সাধারণ ভোটারদের নাভিশ্বাস উঠছে। পূর্বস্থলী-১ বিডিও অফিসে শুনানির জন্য আসা কয়েকশ ভোটারের দীর্ঘক্ষণ অভুক্ত থাকার দৃশ্য নজরে আসতেই এগিয়ে আসেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি নিজেই ভোটারদের খাবার পরিবেশন করেন। তাঁর কথায়, “কমিশন ঘণ্টার পর ঘণ্টা মানুষকে আটকে রাখছে, অথচ পানীয় জল বা খাবারের ন্যূনতম ব্যবস্থা নেই। তাই এই উদ্যোগ।”

Bangladesh : নওগাঁ থেকে যশোর: ওপার বাংলায় অব্যাহত সংখ্যালঘু নির্যাতন, বাড়ছে মৃত্যুমিছিল।


প্রশাসনিক সংকট ও ভবিষ্যতের আশঙ্কা

কালনা থেকে কাটোয়া, বিজেপি নেতৃত্বের অভিযোগ পুলিশ ‘শাসক দলের দাসে’ পরিণত হয়েছে। বর্ধমান শহরে ইতিমধ্য়েই চার বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া যেভাবে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে এবং পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্ব ইস্যু নিয়ে যেভাবে সংঘাত বাড়ছে, তাতে ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে SIR প্রক্রিয়া সম্পন্ন করা নির্বাচন কমিশনের কাছে এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর