ব্যুরো নিউজ, ৩১শে ডিসেম্বর ২০২৫ : বাংলাদেশের ময়মনসিংহে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার রেশ যেন থামছেই না। দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার ভালুকায় এক হিন্দু আনসার সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠল তাঁরই এক সহকর্মীর বিরুদ্ধে। মৃত আনসার সদস্যের নাম বাজেন্দ্র বিশ্বাস (৪২)। তিনি সিলেট সদরের কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।
ঘটনার বিবরণ ও অভিযুক্ত গ্রেফতার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকার একটি পোশাক কারখানায় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন একদল আনসার সদস্য। গত সোমবার সন্ধ্যায় কারখানার ভেতর বাজেন্দ্র বিশ্বাস এবং নোমান মিয়া (২২) নামের দুই আনসার সদস্য একসঙ্গে বসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, নোমান মিয়ার কাছে থাকা শটগান থেকে হঠাৎ গুলি চললে তা বাজেন্দ্রর বাম উরুতে লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। কারখানার কর্মীরা তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পরেই অভিযুক্ত নোমান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। নোমান সুনামগঞ্জের তাহেরপুরের লুৎফুর রহমানের ছেলে। পুলিশ তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে এবং নিহতের দেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা?
প্রাথমিকভাবে একে ‘দুর্ঘটনাবশত গুলি চলা’ (Accidental Discharge) বলে প্রচার করা হলেও পুলিশ সব দিক খতিয়ে দেখছে। তদন্তকারীদের মতে, এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা তদন্তের পরেই স্পষ্ট হবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মণীন্দ্র নাথ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
১০ দিনে ৩ হিন্দুর মৃত্যু: বাড়ছে আতঙ্ক
গত ১০ দিনে বাংলাদেশে এটি তৃতীয় ঘটনা যেখানে একজন হিন্দু ব্যক্তিকে প্রাণ হারাতে হলো। এর আগে:
দীপু চন্দ্র দাস: ময়মনসিংহের ভালুকাতেই ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীপুকে পিটিয়ে এবং পুড়িয়ে মারে উত্তেজিত জনতা।
অমৃত মণ্ডল: তিন দিন আগে ঢাকার রাজবাড়িতে চাঁদাবাজির অভিযোগে অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
Bangladesh : সাম্প্রদায়িক কট্টরপন্থার কবলে বাংলাদেশ: দীপু দাসের পর এবার অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা
উদ্বেগে ভারত, নীরবতা ভাঙার দাবি
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং একের পর এক খুনের ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। ভারত সরকারও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তবে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ঘটনাগুলিকে ‘বিচ্ছিন্ন অপরাধ’ এবং ভারতের উদ্বেগগুলোকে ‘অতিরঞ্জিত’ বলে দাবি করা হয়েছে। যদিও মাঠ পর্যায়ের পরিস্থিতি বলছে, একের পর এক হিন্দু হত্যার ঘটনায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


















