BJP National President Nitin Nabin

ব্যুরো নিউজ, ২৯শে ডিসেম্বর ২০২৫ : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক রদবদলের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হতে চলেছে। দলীয় সূত্রে খবর, আগামী ১৫ জানুয়ারির পর দেশের সমস্ত রাজ্যের বিজেপি সভাপতিদের দিল্লিতে তলব করা হতে পারে। লক্ষ্য— দলের পরবর্তী সর্বভারতীয় সভাপতির নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে, ১৮ থেকে ২০ জানুয়ারির মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ২০ জানুয়ারি নীতিন নবীনকে আনুষ্ঠানিকভাবে বিজেপির নতুন জাতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হতে পারে। বর্তমান সভাপতি জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হবেন তিনি।


মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়া

বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী, ইতিপূর্বেই বিজেপি শাসিত রাজ্যগুলির অর্ধেকের বেশি অংশে অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। জানা গিয়েছে, দেশের ৩৭টি রাজ্যের মধ্যে ২৯টি রাজ্যে ইতিমধ্যই নির্বাচন সম্পন্ন। এই রাজ্যগুলির সভাপতিরা নীতিন নবীনের প্রার্থিতা সমর্থন করে এক প্রস্থ মনোনয়ন পত্র জমা দেবেন। দ্বিতীয় এক প্রস্থ মনোনয়ন জমা দেবেন দলের ন্যাশনাল কাউন্সিলের সদস্যরা। উল্লেখ্য, নীতিন নবীনের মনোনয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বাক্ষর থাকবে বলে এএনআই (ANI) সূত্রে জানা গিয়েছে। অন্য কোনও প্রার্থী মনোনয়ন পেশ না করায়, স্ক্রুটিনির পর খুব শীঘ্রই নীতিন নবীনকে জয়ী ঘোষণা করবেন বিজেপির প্রধান নির্বাচনী আধিকারিক কে লক্ষ্মণ।

Assam SIR : আসামে বিধানসভা নির্বাচনের আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ: বাদ পড়ল ১০.৫৬ লাখ নাম


তারুণ্যে ভরসা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা

মাত্র ৪৫ বছর বয়সে বিজেপির সর্বোচ্চ পদে আসীন হতে চলেছেন নীতিন নবীন। তিনি হবেন দলের ইতিহাসের সর্বকনিষ্ঠ সভাপতি। আগামী ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত তাঁর প্রাথমিক মেয়াদ নির্ধারণ করা হলেও, ২০২৯-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই মেয়াদ আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। মূলত তরুণ নেতৃত্বকে সামনে এনে দলের ভাবমূর্তিকে আরও শক্তিশালী করাই পদ্ম শিবিরের মূল কৌশল।


কে এই নীতিন নবীন?

বিহারের পটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের পাঁচবারের বিধায়ক নীতিন নবীন রাজ্য রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। বিহার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি দলের যুব মোর্চার রাজ্য সভাপতি এবং ছত্তিশগড়ের ভারপ্রাপ্ত নেতা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আরএসএস (RSS)-এর আদর্শে বেড়ে ওঠা নবীনের দীর্ঘ সাংগঠনিক দক্ষতা এবং স্বচ্ছ ভাবমূর্তির কারণেই মোদী-শাহের গুডবুকে তাঁর নাম উঠে এসেছে।


Amit Shah BJP : বঙ্গ সফরে অমিত শাহ: ‘বিদ্রোহী’ দিলীপের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিকে কড়া বার্তা !

শুভেচ্ছার জোয়ার

মঙ্গলবার সন্ধ্যায় পটনার বীরচাঁদ প্যাটেল মার্গে দলের রাজ্য সদর দপ্তরে নীতিন নবীনকে সংবর্ধনা দেওয়া হয়। বিহার ইউনিটের প্রধান সঞ্জয় সরাওগি তাঁকে মধুবনী পেন্টিং এবং পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, রবিশঙ্কর প্রসাদ এবং বিহারের দুই উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা।

নতুন দায়িত্ব পাওয়ার পর নীতিন নবীন বিহারের মন্ত্রিত্ব ত্যাগ করেছেন। এখন সারা দেশের বিজেপি কর্মীদের নজর দিল্লির সদর দপ্তরের দিকে, যেখানে ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হবে নবীনের নতুন অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর