sk hasina bangladesh

ব্যুরো নিউজ, ২৬শে ডিসেম্বর ২০২৫ :  বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, ছাত্রনেতা শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখশ চৌধুরী পদত্যাগ করেছেন।

ইউনূস সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার তোপ

বড়দিন উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় শেখ হাসিনা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ’ এবং ‘দখলদার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান প্রশাসন অমুসলিমদের ওপর নজিরবিহীন নিপীড়ন চালাচ্ছে। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, “ধর্মীয় সংখ্যালঘুদের পুড়িয়ে মারার মতো ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছে এই সরকার।” তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের মানুষ এই ‘অন্ধকার সময়’ বেশিদিন মেনে নেবে না।

Bangladesh BNP : বিশাল জনসমর্থন নিয়ে রাজপথে তারেক রহমান: ১৭ বছর পর দেশে ফিরে প্রথম কর্মসূচি

ওসমান হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি

এদিকে, নিহত যুবনেতা শরিফ ওসমান হাদির ভাই ওমর হাদি এক প্রতিবাদ সভায় দাবি করেছেন যে, আসন্ন নির্বাচন বানচাল করতেই সরকারের একটি অংশ হাদিকে হত্যার ষড়যন্ত্র করেছে। ইনকিলাব মঞ্চ আয়োজিত ওই সভায় ওমর হাদি সরাসরি বর্তমান প্রশাসনকে দায়ী করে বলেন, “আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন এবং এখন এটিকে ইস্যু করে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, খুনিদের মুখোশ উন্মোচন করা না হলে এই সরকারকে শেখ হাসিনার মতোই দেশ ছেড়ে পালাতে হবে।

বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীর পদত্যাগ

ওসমান হাদি হত্যার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ইনকিলাব মঞ্চের আল্টিমেটামের মুখে বুধবার রাতে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী। সাবেক এই আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতার দায়িত্বে ছিলেন। যদিও তার পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ সরকারিভাবে জানানো হয়নি, তবে বিশ্লেষকদের মতে, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় স্থবিরতা এবং মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় থেকেই তিনি সরে দাঁড়িয়েছেন।

Bangladesh : সাম্প্রদায়িক কট্টরপন্থার কবলে বাংলাদেশ: দীপু দাসের পর এবার অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা

দীপু দাস ও অমৃত মণ্ডল হত্যাকাণ্ড: আতঙ্কে সংখ্যালঘুরা

গত সপ্তাহে ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যার পর তার দেহে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ভারতসহ আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা জানানো হয়েছে। এর কয়েক দিন পরই রাজবাড়ীর পাংশায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে আরও এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। হিন্দু বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার খবর আসায় দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সংগঠনগুলো সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর