ব্যুরো নিউজ, ১২ই নভেম্বর ২০২৫ : আজ চন্দ্র সিংহ রাশিতে গোচর করছে । আজকের রাশিফল ,
১. মেষ রাশি (Mesh Rashi – Aries Moon Sign)
জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। জীবনের অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। মাসের প্রথম দিকে হঠাৎ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। পরিবারে কারও সুপরামর্শে সারাদিন সুখময় কাটবে।
২. বৃষ রাশি (Brishabh Rashi – Taurus Moon Sign)
এই রাশির ক্ষেত্রে অপ্রত্যাশিত সৌভাগ্য অপেক্ষা করছে। কর্মের জায়গায় আপনি সকলের শীর্ষে থাকবেন। বাড়ির সকলকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। নতুন আশা নিয়ে কাজ করলে সাফল্য আসার সম্ভাবনা।
৩. মিথুন রাশি (Mithun Rashi – Gemini Moon Sign)
দীর্ঘ প্রতীক্ষার পর আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। ভাগ্য সহায় থাকবে। আত্মবিশ্বাস বজায় রাখুন, তবেই লাভজনক হবে। বাবার সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা, মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
৪. কর্কট রাশি (Karkat Rashi – Cancer Moon Sign)
ব্যবসার দিকে আজ একাধিক পথ খুলে যাবে। কিন্তু আপনি হতচকিত হয়ে পড়ায় ক্ষতি হতে পারে। লোভনীয় উদ্যোগ নেওয়ার সুযোগ এলে ভাবনাচিন্তা করে এগোনো প্রয়োজন। কাছের মানুষের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন।
৫. সিংহ রাশি (Singha Rashi – Leo Moon Sign)
পড়ুয়াদের জন্য খুব দুর্দান্ত সময় আসছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে উচ্চশিক্ষায় উন্নতি হবেই। কর্মস্থানে খুব বুঝে পা ফেলতে হবে, কর্মের জায়গায় বিশেষ ভাবে মনোযোগ বৃদ্ধি করতে হবে। সন্তানের প্রতি একটু নজর দিন।
ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও রাশিচক্রের সম্পর্ক
৬. কন্যা রাশি (Kanya Rashi – Virgo Moon Sign)
আজ আপনার কর্মজীবন, অর্থভাগ্য সবই থাকবে তুঙ্গে। ব্যবসায় খুব বেশি সফলতা পাবেন, কিন্তু পরিশ্রম দ্বিগুণ বাড়াতে হবে। বাইরের মানুষরা আজকে অযথাই আপনার সংসারের বিষয়ে এসে ঝামেলার সৃষ্টি করবে। নিজের মানুষ আজকে আপনাকে শত্রু ভাব দেখাতে পারে।
৭. তুলা রাশি (Tula Rashi – Libra Moon Sign)
আজ নতুন আশা নিয়ে কাজ করলে সাফল্য এবং উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আত্মবিশ্বাস ধরে রাখুন। প্রেমের সম্পর্কে সঙ্গীর সঙ্গে আজ কোনও বিষয়ে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। অফিসের কাজে আজ প্রচুর ঘোরাঘুরি হতে পারে।
৮. বৃশ্চিক রাশি (Brishchik Rashi – Scorpio Moon Sign)
কর্ম নিয়ে একটু চিন্তা তৈরি হবে, তবে খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রবল, বিশেষ করে যারা কর্ম পরিবর্তন বা পদোন্নতির আশা করছেন তাঁদের অপেক্ষা শেষ হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। নতুন বাড়ি কেনার জন্য আজ ভালো দিন।
৯. ধনু রাশি (Dhanu Rashi – Sagittarius Moon Sign)
অফিসে আপনার বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে। কোনও সুখবর দেওয়ার ফলে বাড়িতে খুশির পরিবেশ তৈরি হবে। নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখতে পারলে কর্মস্থানে অনেক দূর এগোতে পারবেন। যত আপনই হোক, কারও জন্য কোথাও সুপারিশ করতে যাবেন না।
১০. মকর রাশি (Makar Rashi – Capricorn Moon Sign)
আজ পড়ুয়াদের অতিরিক্ত পড়ার চাপ শরীরের ওপর প্রভাব ফেলবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যবসার কাজে বন্ধুকে বেশি বিশ্বাস করতে যাবেন না। শরীর সুস্থ রাখতে খাবারের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন।
Rashifal: সাপ্তাহিক রাশিফল ৮ই নভেম্বর – ১৫ই নভেম্বর , ২০২৫
১১. কুম্ভ রাশি (Kumbha Rashi – Aquarius Moon Sign)
আজ কোনও সমস্যা আসলে নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করুন। বড় কোনও খবর আপনার জন্য অপেক্ষা করছে। লোকের কথায় কোনও কান না দিয়ে, নিজের বুদ্ধিতে চলবেন। ক্যালরি যুক্ত খাবারের থেকে দূরে থাকুন।
১২. মীন রাশি (Meen Rashi – Pisces Moon Sign)
আপনার ধৈর্য আপনাকে অফিসে সকলের কাছে প্রশংসিত করে তুলবে। স্ত্রীকে বেশি সময় দিন, এতে আপনারই ভালো। প্রেমের সম্পর্ক মধুর হবে। প্রিয়জনের সুখ বাড়বে। পারিবারিক কোনও খুশির খবরও পেতে পারেন আজ।



















