ব্যুরো নিউজ ০৬ নভেম্বর ২০২৫ : রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে ব্যাপক অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠছে।
- পূর্ব মেদিনীপুর (চণ্ডীপুর): চণ্ডীপুর বিধানসভার চৌখালী ২ নম্বর অঞ্চলের ১৪০ নম্বর বুথের আটাত্তর গ্রামে ভোটার তালিকা সংশোধনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, বি.এল.ও. প্রতিমা আচার্য্য এবং পঞ্চায়েত সদস্য মানস দাস ভোটারদের কাছ থেকে SIR ফর্মে কেবল সই করিয়ে পালিয়ে গেছেন। সরকারি নিয়ম অনুসারে কোনো তথ্য যাচাই বা নথিপত্র পরীক্ষা করা হয়নি।
- এই খবর পেয়ে বিজেপি নেতা বিপ্লব মণ্ডল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি এটিকে নিছক গাফিলতি নয়, বরং “পরিকল্পিত কারচুপি” বলে অভিহিত করেন— যার লক্ষ্য হলো ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া। তিনি বিডিও-র কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এই ঘটনার ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে বহু মানুষ দিন কাটাচ্ছেন।
- মালদা (চাঁচল): মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামেও নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেখানকার বিএলও আলোক চক্রবর্তী ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে সরাসরি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন। যদিও বিএলও-র দাবি, তিনি ফর্ম গোছগাছ করছিলেন, বিলি করার প্রশ্নই নেই। এই ঘটনার ভিডিও সামনে এনে বিজেপি বিএলও-র বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলেছে।
বারুইপুরে বিজেপি BLA-কে মারধরের অভিযোগ
বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মী তথা বিএলও অঞ্জনা মণ্ডল-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বিজেপির BLA সুরজিৎ বিশ্বাসকে তাঁর পরিচয়পত্র ছিঁড়ে দেওয়া ও মারধর করার অভিযোগ উঠেছে। অভিযোগ, সেই সময় সেখানে উপস্থিত তৃণমূলের উপপ্রধান রিয়া বর্মনের স্বামী চয়ন বর্মনের নেতৃত্বে তৃণমূলের লোকজন সুরজিৎ বিশ্বাসকে বেধড়ক মারধর করে। দলের BLA-কে বাঁচাতে গেলে স্থানীয় শক্তি প্রমুখ তাপস রায়-কেও মারধর করা হয়। আক্রান্তদের বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয় এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্ত চয়ন বর্মন হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন যে, বিজেপি নেতা মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং মিথ্যাভাবে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছেন।
Bihar : বিহারে প্রথম পর্বের ভোটগ্রহণ চলছে: ইভিএম-এ ৩.৭৫ কোটি ভোটারের রায়
বুথ এজেন্ট নিয়োগে তৃণমূলের অভাব: রাজনীতির নতুন সমীকরণ
রাজ্যজুড়ে SIR প্রক্রিয়া শুরু হলেও, বুথ লেভেল এজেন্ট (BLA-2) নিয়োগের ক্ষেত্রে ruling party তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিএম-এর থেকে অনেকটাই পিছিয়ে আছে বলে নির্বাচন কমিশনের তথ্য থেকে জানা গেছে।
| রাজনৈতিক দল | নিযুক্ত BLA-2 সংখ্যা |
| বিজেপি (BJP) | ৬৩,৯৪০ |
| সিপিএম (CPM) | ১৮,৭০৬ |
| তৃণমূল কংগ্রেস (TMC) | ১৩,৫২৬ |
| কংগ্রেস (Congress) | ৫,৭৯৭ |
সাধারণত, বিরোধী দলগুলি শাসক দলের ভয় দেখানোর কারণে এজেন্ট দিতে পারে না বলে অভিযোগ করে। কিন্তু এবার শাসক দল তৃণমূলের এই পিছিয়ে পড়াটা বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে এক অস্বাভাবিক মোড়। যদিও তৃণমূল নেতৃত্ব সংগঠনগত দুর্বলতা অস্বীকার করেছেন। দলের মুখপাত্র তন্ময় ঘোষ জানিয়েছেন, তারা প্রতিটি বুথে BLA-2 নিয়োগ করেছেন এবং ৩ নভেম্বর রাতেই চূড়ান্ত তালিকা জমা দেওয়া হয়েছে।
আগে SIR সংক্রান্ত সর্বদলীয় বৈঠকে তৃণমূল প্রতিনিধিরা ‘তথ্য ফাঁসের’ আশঙ্কায় BLA-এর তালিকা জমা দেবেন না বলে জানিয়েছিলেন। এই নিয়ে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বিদ্রূপ করে বলেছিলেন, “সাধারণত বিরোধী দল এমন কথা বলে। তৃণমূল কি নিজেদের ভূমিকা বদল করেছে?” এই পরিসংখ্যান ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের তৃণমূল স্তরের সংগঠনে কোনো সমস্যা চলছে কিনা, সেই বিষয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
উপসংহার
একদিকে যখন বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের সরকারি পরিসংখ্যানে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিএম-এর চেয়ে পিছিয়ে, তখন অন্যদিকে বিএলও (BLO) অর্থাৎ বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে একের পর এক অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে।
তবে কি BLO রাই তৃণমূল কংগ্রেসের ক্যাডার? নাকি পলায়ন রত রোহিঙ্গাদের অভাব বোধ করছে তৃণমূল কংগ্রেস বুথ লেভেল এজেন্ট নিয়োগ প্রক্রিয়ায়? নাকি SIR এর বিরোধিতা করায় বাম এজেন্ট এখন তৃণমূল কংগ্রেসের হয়েও কাজ করছে ? প্রশ্ন রয়ে গেলো ।



















