Moonsign horoscope

ব্যুরো নিউজ ০৫ নভেম্বর ২০২৫ : আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে । আজকের রাশিফল ,

মেষ (Aries)চাঁদ আছে বৃষ রাশিতে (২য় ঘরে): টাকা-পয়সার দিকটা আজ বেশ ভালো থাকবে। হঠাৎ করে কিছু আর্থিক সুবিধা আসতে পারে। তবে কথাবার্তায় একটু নরম থাকতে হবে, নইলে ঝামেলা হতে পারে।

বৃষ (Taurus)চাঁদ আজ তোমার রাশিতে (১ম ঘরে): আজ তুমি ফোকাসে থাকবে। মন খুশি থাকবে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ঠান্ডা মাথায় ভাবা দরকার। নতুন কাজ শুরু করার জন্য দিনটা ভালো।

মিথুন (Gemini)চাঁদ আছে বৃষ রাশিতে (দ্বাদশ ঘরে): আজ একটু খরচ বাড়তে পারে, আর মনটা একটু বিক্ষিপ্ত থাকতে পারে। দূরের কোনো যোগাযোগ বা বিদেশ সংক্রান্ত কাজ শুভ। রাতে ভালো ঘুম দরকার।

কর্কট (Cancer)চাঁদ আছে বৃষ রাশিতে (একাদশ ঘরে): বন্ধু আর বড় ভাই-বোনদের সাথে সময়টা দারুণ কাটবে। অপ্রত্যাশিত দিক থেকে সাহায্য আসতে পারে। ইনকাম বাড়ার সুযোগ আছে।

সিংহ (Leo)চাঁদ আছে বৃষ রাশিতে (দশম ঘরে): কাজের জায়গায় তোমার সম্মান বাড়বে। বসেরা তোমার ওপর খুশি হতে পারে। কেরিয়ারের জন্য আজ একটা জরুরি পদক্ষেপ নিতে পারো।

ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও রাশিচক্রের সম্পর্ক

কন্যা (Virgo)চাঁদ আছে বৃষ রাশিতে (নবম ঘরে): ভাগ্য আজ তোমার সঙ্গে আছে! দূরের কোনো যাত্রা বা তীর্থযাত্রার সুযোগ আসতে পারে। পড়াশোনা আর আধ্যাত্মিক চিন্তায় মন বসবে।

তুলা (Libra)চাঁদ আছে বৃষ রাশিতে (অষ্টম ঘরে): সাবধানে থাকতে হবে। শরীরের দিকে নজর দাও। অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে, তাই একটু শান্ত থাকা ভালো। গোপন সূত্রে অর্থ আসতে পারে।

বৃশ্চিক (Scorpio)চাঁদ আছে বৃষ রাশিতে (সপ্তম ঘরে): বিয়ে বা ব্যবসার পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। নতুন কোনো পার্টনারশিপের সুযোগ আসতে পারে। প্রেম বা দাম্পত্য জীবন ভালো কাটবে।

ধনু (Sagittarius)চাঁদ আছে বৃষ রাশিতে (ষষ্ঠ ঘরে): কাজের চাপ একটু বেশি থাকবে, কিন্তু সব সামলে নিতে পারবে। শরীরের খেয়াল রেখো। কোনো পুরোনো রোগ বা ঋণ থেকে মুক্তি পেতে পারো।

মকর (Capricorn)চাঁদ আছে বৃষ রাশিতে (পঞ্চম ঘরে): প্রেম-ভালোবাসার জন্য দিনটা খুবই ভালো। ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় ভালো ফল করবে। সৃজনশীল কাজ আর বিনোদনের দিকে মন টানবে।

Rashifal: সাপ্তাহিক রাশিফল ১লা নভেম্বর – ৮ই নভেম্বর , ২০২৫

কুম্ভ (Aquarius)চাঁদ আছে বৃষ রাশিতে (চতুর্থ ঘরে): বাড়ির পরিবেশ আজ শান্ত আর আরামদায়ক থাকবে। পরিবারের সাথে ভালো সময় কাটবে। বাড়ি বা গাড়ি নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো।

মীন (Pisces)চাঁদ আছে বৃষ রাশিতে (তৃতীয় ঘরে): ছোটখাটো ভ্রমণ বা দরকারি যোগাযোগের জন্য দিনটা শুভ। ভাই-বোন বা প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হবে। তোমার সাহস আর উদ্যোগ আজ ফল দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর