icc women's cricket champion india

ব্যুরো নিউজ ৩ নভেম্বর ২০২৫ : অবশেষে ভারতীয় ক্রিকেটের এক দীর্ঘ অপেক্ষার অবসান হলো! আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারতের মেয়েরা। অতীতে ২০১৭ সালের ফাইনাল, ২০২০ সালের টি-টোয়েন্টি ফাইনাল-সহ একাধিকবার ট্রফির খুব কাছে এসেও খালি হাতে ফিরতে হয়েছিল। কিন্তু এবার আর কোনো ভুল নয়, দীপ্তি শর্মা এবং শেফালী ভার্মার দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সে বিশ্ব জয় করল ‘উইমেন ইন ব্লু’রা।

 

ব্যাটিংয়ে শেফালী ও দীপ্তির হাফ-সেঞ্চুরি

নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৮ রানের বড় স্কোর গড়ে তোলে।

  • ওপেনিংয়ে শেফালী ভার্মা এবং স্মৃতি মান্ধানা ১০৪ রানের পার্টনারশিপ গড়ে দারুণ শুরু করেন।
  • স্মৃতি মান্ধানা (৪৫ রান) ফেরার পর প্রোটিয়া বোলাররা কিছুটা ম্যাচে ফিরলেও, শেফালী ভার্মা এবং শেষে দীপ্তি শর্মা (হারমনপ্রীত কৌর ও রিচা ঘোষের সঙ্গে ছোট ছোট পার্টনারশিপে) মূল্যবান অর্ধ-শতরান করে দলকে ২৯৮ রানে পৌঁছে দেন।

ICC Women’s World Cup : বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া! অস্ট্রেলিয়ার ১৫ ম্যাচের অপরাজেয় রথ থামিয়ে ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল ।

দীপ্তি-শেফালীর বোলিং জাদু: প্রোটিয়াদের লড়াই ব্যর্থ

জবাবে ২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা একসময় ভালোই লড়াই চালাচ্ছিল, যার প্রধান কারণ ছিল অধিনায়ক লরা উলভার্ট-এর দুর্দান্ত শতরান (১০১)। কিন্তু ভারতীয় বোলারদের চাপের মুখে প্রোটিয়াদের ইনিংস ২৪৬ রানে শেষ হয়ে যায়।

  • পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার মুহূর্তে, শেফালী ভার্মা (২ উইকেট) তাঁর ‘গোল্ডেন আর্ম’ দিয়ে অ্যানেরি ডার্কসেন (৩৫ রান) এবং মারিজান কাপের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরান।
  • এরপর, অভিজ্ঞ স্পিনার দীপ্তি শর্মা (৫/৩৯) তাঁর স্পেলের শেষ দিকে এসে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালান। তিনি লরা উলভার্ট, ক্লো ট্রায়ন এবং নাদিন দে ক্লার্ককে আউট করে পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এবং ভারতের জয় নিশ্চিত করেন।

 

অধিনায়কের আবেগ: “আমি যেন অসাড় হয়ে আছি”

ঐতিহাসিক জয়ের পর ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ছিলেন আবেগাপ্লুত। তিনি বলেন, “আমি শুধু চেষ্টা করছি আমি কী অনুভব করছি তা প্রকাশ করার। আমি অসাড়, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, উত্থান-পতন ছিল, কিন্তু দলের আত্মবিশ্বাস ছিল। আমরা ডানে-বামে না তাকিয়ে কেবল আমাদের মূল লক্ষ্যের দিকেই তাকিয়েছিলাম।”

Night Club Molestation : ‘স্বভাব যায় না মরলে’ প্রবাদই সত্যি? জেল থেকে বেরিয়ে ফের অপরাধের অভিযোগে পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের সাজাপ্রাপ্ত নাসির !

কিংবদন্তীদের সঙ্গে ট্রফি ভাগ: এক আবেগময় মুহূর্ত

এই জয়ের মুহূর্তটি আরও বিশেষ হয়ে ওঠে যখন ভারতীয় দল তাদের প্রাক্তন কিংবদন্তী খেলোয়াড় মিতালী রাজ, ঝুলন গোস্বামী এবং অঞ্জুম চোপড়া-কে ট্রফি হাতে তুলে নেওয়ার জন্য মাঠে ডেকে নেয় . এই তিনজন ক্রিকেটারের ক্যারিয়ারেই বিশ্বকাপ জেতা হয়নি।

এই মুহূর্ত নিয়ে হরমনপ্রীত বলেন, “ঝুলন দি আমার সবচেয়ে বড় সমর্থক ছিলেন। যখন আমি দলে যোগ দিই, উনি তখন অধিনায়ক ছিলেন। তিনি এবং অঞ্জুম দি দু’জনেই আমার প্রাথমিক দিনগুলিতে খুব সমর্থন করেছেন। তাদের সঙ্গে এই বিশেষ মুহূর্তটি ভাগ করে নিতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। এটি খুবই আবেগময় মুহূর্ত ছিল। আমার মনে হয় আমরা সবাই এই ট্রফিটা ছোঁয়ার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে পারলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর