ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গ
ব্যুরো নিউজ : দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় প্রক্রিয়া শুরু হলেও দক্ষিণবঙ্গকে এখনও ভিজিয়ে যেতে চলেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমী ও দক্ষিণা বাতাসের সংস্পর্শে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণন প্রবাহ, যার ফলেই ফের এক দফা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
গ্রহ রত্ন কেলেঙ্কারিতে ভূমিকম্প
রাজ্যে ইতিমধ্যেই উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। ফলে সকাল ও রাতের দিকে হালকা শিরশিরানি টের পাওয়া যাচ্ছে। তবে, বাতাসে এখনও জলীয় বাষ্পের আধিক্য থাকায় তাপমাত্রা আপাতত খুব দ্রুত নামছে না। ডিসেম্বরের আগে কলকাতায় শীত নামার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ
অন্যদিকে, উত্তরবঙ্গেও চলছে আবহাওয়ার বদল। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক ও মনোরম আবহাওয়া বিরাজ করবে। অক্টোবরের শেষ দিক থেকে উত্তরবঙ্গে শীত নামতে পারে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।
সব মিলিয়ে, দক্ষিণবঙ্গ এখন বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় ও হালকা শীতল হাওয়ার পরশে এক মনোরম সময় কাটাতে চলেছে। শীতের আগমনী সুরের মাঝেই ফের একবার বৃষ্টির সুরভি ছড়াবে রাজ্যজুড়ে।