ইভিএম নিউজ ব্যুরো, ২০ ফেব্রুয়ারিঃ বর্তমানে লিঙ্গ সচেতনতা বিষয়টি খুবই প্রাসঙ্গিক। আর তাই লিঙ্গ সচেতনতার উদ্যোগে জেন্ডার স্টাডিজে এবার স্নাতক কোর্স চালু করল ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ( ইগনৌ)। ওপেন ডিস ট্যান্স লার্নিং পদ্ধতিতে  তিন বছরের এই স্নাতক স্তরের কোর্সটি করানো  হবে ছাত্রছাত্রীদের  বলে জানা গিয়েছে। নির্দিষ্ট ওয়েব সাইডের মাধ্যমে ইগনৌতে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা । কোর্সটির আয়োজনের  দায়িত্বে রয়েছে ইগনৌ-র ‘স্কুল অফ জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিভাগ।  বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এখনও পর্যন্ত ইংরেজি ভাষাতেই পড়ানো  হবে । পাশাপাশি কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য দ্বাদশ শ্রেণি পাশ বাধ্যতামূলক।

ইগনৌতে ভর্তি হওয়ার পদ্ধতি গুলি হল-

১। সর্ব প্রথম প্রার্থীদের ইগলনৌর অফিসিয়াল ওয়েবসাইটে  লগ ইন করতে হবে ।

২। তারপর নতুন ইউসারদের প্রথমে রেজিস্টার করতে হবে ওই অফিসিয়াল সাইটে।

৩। এরপর  প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা  দেওয়া বাধ্যতামূলক।

৪।  সমস্ত  প্রয়োজনীয় নথি এবং ছবি আপলোড করতে হবে নির্দিষ্ট জায়গায়।

৫। এরপর আবেদন ফি জমা দিতে হবে এবং শেষে ভবিষ্যতের জন্য আবেদনপত্রটি  প্রিন্টআউট করে রেখে দিতে হবে ।

এই প্রসঙ্গে ইগননৌর ভাইস ব্যান্সেলর এ নাগেশ্বর রাও বলেন, ২০২০ সালে জাতীয় শিক্ষা নীতির নির্দেশিকা অনুসারে সকল পড়ুয়াদের বিকাশের জন্য এই ধরনের কোর্সের ওপর জোর দেওয়া হচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর