ব্যুরো নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ : আজ, বুধবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৫, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ৭৫তম জন্মদিন উদযাপন করছেন। তাঁর এই বিশেষ দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে বিরোধী দলের শীর্ষ নেতা এবং বলিউড তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর অসাধারণ নেতৃত্ব এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “আপনার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে কঠোর পরিশ্রমের দৃষ্টান্ত স্থাপন করে আপনি দেশে বড় লক্ষ্য অর্জনের সংস্কৃতি তৈরি করেছেন।” এর উত্তরে প্রধানমন্ত্রী মোদী ১৪০ কোটি দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দিয়ে বলেন, “সকলের স্নেহ ও সহযোগিতায় আমরা একটি শক্তিশালী, সক্ষম এবং আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সর্বদা নিবেদিত থাকব।”
‘সেবা পক্ষওয়াড়া’ ও দেশজুড়ে কর্মসূচি
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি দেশজুড়ে ‘সেবা পক্ষওয়াড়া’ অভিযান শুরু করেছে, যা ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনের অধীনে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টের মধ্যে রয়েছে:
- দেশব্যাপী স্বাস্থ্য উদ্যোগ।
- টেক্সটাইল পার্কের উদ্বোধন।
- আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রতিষ্ঠা।
- দিল্লিতে ৪১টি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন।
- ছানি অপারেশন ও চক্ষু পরীক্ষা শিবির।
- বৃক্ষরোপণ অভিযান।
প্রধানমন্ত্রী মোদী নিজেও মধ্যপ্রদেশের ধাড়ে গিয়ে নারী ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক একটি দেশব্যাপী প্রচারাভিযানের সূচনা করবেন।
রাজনৈতিক ব্যক্তিত্বদের শুভেচ্ছা
প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁকে “লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে রাজত্বকারী নেতা” হিসেবে আখ্যায়িত করেছেন। একটি ভিডিও বার্তায় তিনি ১৯৯২-৯৩ সালের ‘একতা যাত্রা’-র কথা স্মরণ করেন, যেখানে তিনি প্রথম মোদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পান। চৌহান স্মরণ করেন, কীভাবে ড. মুরলী মনোহর যোশীর নেতৃত্বে সেই যাত্রায় শ্রীনগরের লাল চকে জাতীয় পতাকা উত্তোলনের মতো অসম্ভব কাজটি মোদীর দূরদর্শিতা ও নিখুঁত পরিকল্পনার কারণে সম্ভব হয়েছিল।
চৌহান আরও বলেন, তিনি প্রথমবারের মতো মোদীর কঠোর শৃঙ্খলার নিচে লুকিয়ে থাকা সংবেদনশীলতা দেখেছিলেন, যখন হাজার হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তা জনিত কারণে লাল চকে পৌঁছাতে না পারায় মোদী সারা রাত ঘুমাতে পারেননি।
পাঞ্জাব বিজেপির প্রধান সুনীল জাখর বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস” মন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী দেশের প্রতিটি শ্রেণির মানুষের উন্নতির জন্য বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন।
বিরোধীদের শুভেচ্ছা ও বলিউডের শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর জন্মদিনে বিরোধী দলের নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী টুইট করে মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং টিএমসি নেতা অভিষেক ব্যানার্জি-ও শুভেচ্ছা জানিয়েছেন।
বলিউড সুপারস্টার শাহরুখ খান এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে তাঁর ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আপনার জীবনী সত্যিই অনুপ্রেরণাদায়ক। এটি আপনার শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি নিবেদনকে প্রতিফলিত করে।” তিনি আরও বলেন, “সত্যি বলতে, ৭৫ বছর বয়সে আপনার গতি এবং শক্তি তরুণদেরও ছাড়িয়ে যায়।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: এক অসামান্য যাত্রা
১৯৫০ সালের ১৭ই সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করা নরেন্দ্র মোদী, সাধারণ জীবন থেকে উঠে এসে ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। তিনি জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর পর ভারতের তৃতীয় দীর্ঘতম কার্যকালের প্রধানমন্ত্রী এবং নিরবচ্ছিন্ন কার্যকালে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তাঁর নেতৃত্বে বিজেপি ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করে, যা তাঁকে তিনটি নির্বাচনে জয়ী একমাত্র অ-কংগ্রেস প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে।