durga puja metro service kolkata

ব্যুরো নিউজ ০৮ সেপ্টেম্বর ২০২৫: দুর্গাপূজা মানেই কলকাতার রাজপথে জনসমুদ্র, যানজট আর অনবরত মানুষের আনাগোনা। কিন্তু এই ভিড়ের মাঝেও যদি কিছুটা স্বস্তিতে এবং নিরিবিলিতে প্রতিমা দেখতে চান, তাহলে আপনার সেরা ভরসা হতে পারে কলকাতা মেট্রো। চলুন, আজ এক নজরে দেখে নেওয়া যাক, উত্তর কলকাতার কোন বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপে যেতে মেট্রোর কোন স্টেশনে নামবেন।

 

মেট্রো স্টেশন ধরে পুজো গাইড

সেন্ট্রাল মেট্রো ও মহাত্মা গান্ধী রোড স্টেশন

কলকাতা মেট্রোর সেন্ট্রাল স্টেশন থেকে যাত্রা শুরু করলে সহজেই পৌঁছে যেতে পারবেন মধ্য কলকাতার বেশ কয়েকটি বিখ্যাত মণ্ডপে। এখান থেকে হাঁটা দূরত্বে পাবেন সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার এবং লেবুতলা পার্ক
কিছুটা হাঁটলে দেখতে পাবেন মহম্মদ আলি পার্কের ঠাকুর। এরপর চাইলে মহাত্মা গান্ধী রোড স্টেশনে নেমেও পরিক্রমা শুরু করতে পারেন। এই স্টেশনের আশেপাশে রয়েছে কলেজ স্কোয়ার এবং শিয়ালদহ রেলওয়ে অ্যাথেলেটিক ক্লাবের পুজো।

Kolkata Metro Rail : পুজোর আগেই উপহার! মোদীর হাত ধরে চালু হচ্ছে কলকাতার নতুন ৩টি মেট্রো রুট


গিরীশ পার্ক স্টেশন

গিরীশ পার্ক স্টেশনের আশেপাশে রয়েছে একাধিক জনপ্রিয় পুজো।
এখানে নামলে দেখতে পাবেন বিডন স্কোয়ার, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটা ৫ -এর পল্লি এবং চালতাবাগানের দুর্গাপুজো।


শোভাবাজার স্টেশন

উত্তর কলকাতার সেরা কিছু ঠাকুর দেখতে চাইলে শোভাবাজার স্টেশনে নামাটা বুদ্ধিমানের কাজ।
এই স্টেশনের আশপাশে রয়েছে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন, আহিরিটোলা সার্বজনীন, এবং বেনিয়াটোলা সার্বজনীন
একটু হাঁটলেই দেখতে পাবেন নলিন সরকার স্ট্রিট, গৌরীবাড়ি, তেলেঙ্গাবাগান, কাশীবোস লেন এবং হাতিবাগান নবীন পল্লির মন মুগ্ধকর প্রতিমা।


শ্যামবাজার স্টেশন

এই মেট্রো স্টেশনের কাছাকাছি রয়েছে শ্যামস্কোয়ার, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সার্বজনীন এবং ফ্রেন্ডস ইউনিয়নের পুজো।


Kolkata : শিয়ালদহ স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে ভারতীয় রেলের নতুন উদ্যোগ, নির্দিষ্ট রুটের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম

বেলগাছিয়া ও দমদম স্টেশন

এই দুটি স্টেশন উত্তর কলকাতার পুজোগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বেলগাছিয়া স্টেশনের কাছাকাছি রয়েছে দমদম পার্ক, ভারত চক্র এবং টালা প্রত্যয়
অন্যদিকে, দমদম মেট্রো স্টেশন থেকে পৌঁছানো যাবে দমদম পার্ক সার্বজনীন এবং সিঁথি সার্বজনীনের প্রতিমা দেখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর