ব্যুরো নিউজ ২৬শে আগস্ট ২০২৫ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার প্রেক্ষাপটে ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার গুজরাটের আহমেদাবাদে এক অনুষ্ঠানে তিনি দেশবাসীকে উৎসবের মরশুমে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কেনার জন্য বিশেষ আবেদন জানান।
৫০% শুল্ক আরোপ: ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপ
মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার তাদের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির মাধ্যমে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের একটি নোটিশ জারি করেছে। এর ফলে ভারতের পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়াল ৫০ শতাংশ। এই নোটিশ অনুযায়ী, আগামী ২৭ আগস্ট, ২০২৫, সকাল ১২:০১ (ইস্টার্ন ডেলাইট টাইম) থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে। মার্কিন প্রশাসনের দাবি, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ এর মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য অর্থ পাচ্ছে। এই পদক্ষেপের ফলে ভারত-মার্কিন সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর ‘স্বদেশী’ বার্তা
এই অর্থনৈতিক চাপের মুখে প্রধানমন্ত্রী মোদি দৃঢ় প্রত্যয়ের সাথে জানান যে ভারত এই পরিস্থিতি মোকাবিলা করবে। তিনি আহমেদাবাদে বলেন, “আজকে বিশ্বে অর্থনৈতিক স্বার্থের রাজনীতি চলছে, সবাই নিজেদেরটা নিয়েই ব্যস্ত। আমরা তা ভালোভাবেই দেখছি।” তিনি আরও যোগ করেন, “যত চাপই আসুক না কেন, আমরা তা সহ্য করার শক্তি বাড়াতে থাকব।” প্রধানমন্ত্রী বিশেষভাবে ছোট উদ্যোক্তা, দোকানদার, কৃষক এবং পশুপালকদের স্বার্থ রক্ষার উপর জোর দেন।
এই প্রেক্ষাপটে, তিনি দেশবাসীকে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন:
১. ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কেনা: তিনি সাধারণ মানুষকে আহ্বান জানান, উপহার বা সাজসজ্জার সামগ্রী যা-ই হোক না কেন, উৎসবের সময় যেন তারা দেশীয় পণ্যের কেনাকে অগ্রাধিকার দেন।
২. দোকানে ‘স্বদেশী’ বোর্ড রাখা: প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, তারা যেন বিদেশি পণ্য বিক্রি থেকে বিরত থাকেন এবং নিজেদের দোকানের বাইরে একটি বড় ‘স্বদেশী’ বোর্ড লাগিয়ে গর্বের সাথে দেশীয় পণ্য বিক্রি করেন।
‘আত্মনির্ভরতা’ই মূলমন্ত্র
এই পদক্ষেপগুলি প্রধানমন্ত্রীর সরকারের ‘আত্মনির্ভর ভারত’ নীতিরই সম্প্রসারণ। স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রী এই ‘আত্মনির্ভরতা’র উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি বলেছিলেন, “যদি কেউ অন্যের উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ে, তবে স্বাধীনতার মূল প্রশ্নটিই ম্লান হতে শুরু করে… ‘আত্মনির্ভরতা’ কেবল আমদানি, রপ্তানি বা ডলার-পাউন্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। এর অর্থ অনেক বিস্তৃত।” প্রধানমন্ত্রীর মতে, এই ছোট ছোট পদক্ষেপগুলি দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।