ব্যুরো নিউজ ১৮ই আগস্ট ২০২৫ : গত শুক্রবার ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে তাঁর ১২তম ভাষণ দেন। এই ভাষণ ছিল তাঁর এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘ, যা স্থায়ী হয় ১০৩ মিনিট (১ ঘন্টা ৪৩ মিনিট)। এর আগে তাঁর রেকর্ড ছিল গত বছর দেওয়া ৯৮ মিনিটের ভাষণ।
ভাষণের মূল বিষয়বস্তু ও ঘোষণা:
অপারেশন সিন্দূরের প্রশংসা ও পাকিস্তানকে হুঁশিয়ারি: প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিঁদুর ‘-এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই অপারেশনের মাধ্যমে ভারতের সাহসী সেনারা শত্রুদের এমনভাবে শাস্তি দিয়েছে যা তারা কখনো কল্পনাও করেনি। গত ২২ এপ্রিল পাহেলগামে হওয়া সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ নিতে তিনটি বাহিনীর যৌথ উদ্যোগে এই অপারেশন চালানো হয়। মোদী স্পষ্ট বার্তা দেন যে ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। তিনি বলেন, “পারমাণবিক ব্ল্যাকমেইল অনেক দিন ধরে চলছে, কিন্তু আর সহ্য করা হবে না। আমাদের শত্রুরা যদি এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যায়, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব শর্তে, নিজেদের পছন্দের সময়ে এবং নিজেদের নির্ধারিত লক্ষ্য অর্জন করে এর জবাব দেবে।” তিনি আরও বলেন, ভারত এখন থেকে সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের মধ্যে কোনো পার্থক্য করবে না।
মিশন সুদর্শন চক্র: প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তার জন্য ‘মিশন সুদর্শন চক্র’ নামে একটি শক্তিশালী অস্ত্র ব্যবস্থা তৈরির ঘোষণা করেন। এর লক্ষ্য হল শত্রুদের যেকোনো হামলা প্রতিহত করা। তিনি জানান, সরকার দেশের কৌশলগত, বেসামরিক এবং ধর্মীয় স্থানগুলিকে সুরক্ষিত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে।
জলবণ্টন ও কৃষি নীতি: প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, তিনি কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে কখনো আপস করবেন না। তিনি ইঙ্গিত দেন যে, ভারত আর সিন্ধু জল চুক্তিতে রক্ত ও জল একসাথে প্রবাহিত হতে দেবে না এবং ভারতের প্রাপ্য জল কেবল ভারতের কৃষকদের জন্যই ব্যবহৃত হবে।
মহাকাশ ক্ষেত্রে অগ্রগতি: মোদী ভারতের মহাকাশ মিশনের সাফল্যের জন্য গর্ব প্রকাশ করেন এবং সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরে আসা নভোচারী শুভ্রাংশু শুক্লাকে অভিনন্দন জানান। তিনি বলেন, ভারত মহাকাশ ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার দিকে কাজ করছে এবং নিজেদের স্পেস স্টেশন তৈরির প্রচেষ্টা চালাচ্ছে।
জিএসটি সংস্কার: প্রধানমন্ত্রী আসন্ন দিওয়ালিতে ‘নেক্সট-জেনারেশন জিএসটি সংস্কার’-এর ঘোষণা করেন। তিনি বলেন, গত আট বছরে জিএসটি-তে বড় ধরনের সংস্কার করা হয়েছে, এবং এখন এই ব্যবস্থার পর্যালোচনার সময় এসেছে। তিনি আসন্ন পরিবর্তনগুলিকে নাগরিক, ব্যবসায়ী, শিল্প ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য দিওয়ালির উপহার বলে বর্ণনা করেন।
আরএসএস: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর ১০০ বছর পূর্তি উপলক্ষে এর প্রশংসা করেন। তিনি বলেন, “১০০ বছরের জাতি সেবা একটি গর্বের, সোনালি অধ্যায়।” মোদী আরএসএস-কে ‘ব্যক্তি নির্মাণ সে রাষ্ট্র নির্মাণ’ মন্ত্রে দেশ সেবায় উৎসর্গীকৃত বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা (NGO) বলে অভিহিত করেন।
India Independence Day : স্বাধীনতার ৭৯ বছরে ভারত: অতীতকে ছাড়িয়ে নতুন উচ্চতায় এক শক্তিশালী রাষ্ট্র
ইতিহাসের দীর্ঘতম ভাষণ:
মোদী তাঁর ভাষণে পূর্ববর্তী প্রধানমন্ত্রীদের ভাষণের দৈর্ঘ্যের রেকর্ডও তুলে ধরেন। তাঁর এবারের ১০৩ মিনিটের ভাষণ প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ১৯৪৬ সালের ৭২ মিনিটের ভাষণ এবং আই.কে. গুজরালের ৭১ মিনিটের রেকর্ডকে ছাড়িয়ে যায়। অন্যদিকে, জওহরলাল নেহেরু (১৯৫৪) এবং ইন্দিরা গান্ধী (১৯৬৬) উভয়েই ১৪ মিনিটের সংক্ষিপ্ততম ভাষণ দেওয়ার রেকর্ড ধরে রেখেছেন।