ইভিএম নিউজ ব্যুরো, ১৮ ফেব্রুয়ারিঃ সন্তান জন্মানোর পর তাকে ফেলে রেখে পালালেন আফগান এক দম্পতি। আর সেই আফগানি কন্যাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট।  সঙ্গে  শিশুটিকে পাসপোর্ট দিতে স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।

তালিবান ক্ষমতা দখলের পর মহারাষ্ট্রে চলে আসে ওই আফগান দম্পতি। আর সেখানেই কন্যা সন্তানের জন্ম দেয় ওই দম্পতি। জন্মের পরেই  ওই  কন্যা শিশু সন্তানকে একটা স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দিয়ে নিরুদ্দেশ হয়ে যান ওই দম্পতি।  দেড় বছরের  ওই শিশুটিকে নিয়ে বিপাকে পড়ে ‘ভারতীয় সমাজসেবা কেন্দ্র’  নামে ওই   স্বেচ্ছাসেবী সংস্থা। একরকম বাধ্য হয়ে  স্বেচ্ছাসেবী সংস্থাটি দ্বারস্থ হয়  বম্বে হাইকোর্টের । এরপর শিশুটিকে পাসপোর্ট দেওয়ার নির্দেশ দেন বম্বে হাইকোর্টের বিচারপতি জিএস প্যাটেল ও বিচারপতি নীলা গোখেলের ডিভিশন বেঞ্চ।

আদালত সুত্রের খবর, যেহেতু শিশুটি ভারতে জন্মগ্রহন করেছে তাই তাকে  ভারত সরকারকে সবরকমের নাগরিকত্বের ব্যবস্থা করতে হবে বলে বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন।

জানা  গিয়েছে, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন অনেকেই। কিন্তু নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা থাকার ফলে শিশুটিকে দত্তক না নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন বম্বে হাইকোর্ট। বিষয়টি তত্ত্বাবধান করবেন অতিরিক্ত সলিসিটার জেনারেল অনিল সিং বা তাঁর দফতরের কোনও আইনজীবী, নির্দেশ ডিভিশন বেঞ্চের।

উল্লেখ্য, আফগানিস্থানে তালিবানরা ক্ষমতায় আসার পর আফগান মহিলাদের ওপর নানারকম ফতোয়া জারি করে। এরপর থেকে নিজেদের অধিকার আদায়ের  আন্দোলনে পথে নামে আফগান তরুণীরা। কিন্তু এরপরেরও তাঁদের নিজেদের অবস্থান থেকে এক পা পিছু  হটেনি তালিবান সরকার।নিজেদের দেশে মহিলাদের এই নিরাপত্তাহীনতার কারণেই কি কন্যা শিশুকে ফেলে পালাতে বাধ্য হয়েছেন আফগান দম্পতি?

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর