kerala murder missing sebastian accused

ব্যুরো নিউজ ৬ আগস্ট ২০২৫ : কেরালার আলেপ্পুঝা জেলায় এক মহিলার নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ এখন একজন ৬৩ বছর বয়সী ব্যক্তিকে অন্তত চারজন মহিলার নিখোঁজ হওয়ার প্রধান অভিযুক্ত হিসেবে দেখছে। সেবাস্টিয়ান নামে ওই ব্যক্তিকে গত ২৮ জুলাই আলপ্পুজায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারি গত বছর ডিসেম্বর থেকে নিখোঁজ জয়নাম্মা (৬০) নামে এক মহিলার তদন্তের সূত্র ধরে। এই ঘটনাটি এখন সিরিয়াল কিলিং-এর দিকে মোড় নিচ্ছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।

নিখোঁজ মহিলাদের তালিকা

পুলিশ এখন পর্যন্ত যে চারজন নিখোঁজ মহিলার ঘটনায় সেবাস্টিয়ানের ভূমিকা খতিয়ে দেখছে, তারা হলেন:

  • বিন্দু পদ্মনাভন (৪৬), কাড়াকারাপিল্লি, চেরথালা
  • জেন ম্যাথিউ (জয়নাম্মা) (৪৮), আথিরামপুঝা, কোট্টায়াম
  • আয়েশা (৫৬), ভারানাদ, চেরথালা
  • সিন্ধু (৪৩), ভাল্লাকুন্নাতু, চেরথালা সাউথ পঞ্চায়েত, চেরথালা

এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিখোঁজ মহিলারা সবাই  খ্রিস্টান ধর্মাবলম্বী নন বা সম্প্রতি কালে ধরমন্তারিত হয়েছিলেন । অভিযুক্ত খ্রিস্টান ধর্মাবলম্বী এবং বিপুল সম্পত্তির মালিকানা রয়েছে – সেই ভিত্তিতে এটি ধর্মীয় কট্টরপন্থা ঘটিত অপরাধও হতে পারে ।

Kerala ; রেজিস্ট্রারকে বরখাস্ত করাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে সরব বামপন্থী গোষ্ঠী এবং কেরল সরকার !

পুলিশের তদন্ত ও পোড়া দেহাবশেষ উদ্ধার

পুলিশ যখন জয়নাম্মার নিখোঁজ হওয়ার তদন্ত শুরু করে, তখন তারা বিন্দু পদ্মনাভনের নিখোঁজ হওয়ার ঘটনায় সেবাস্টিয়ানের ওপর আগে থেকেই সন্দেহ করছিল। এই দুটি ঘটনার যোগসূত্র খুঁজে বের করে পুলিশ সেবাস্টিয়ানকে জেরা শুরু করে। যদিও সেবাস্টিয়ান তদন্তে অসহযোগিতা করে মিথ্যা বিবৃতি দিচ্ছিল, পুলিশ তার পৈতৃক সম্পত্তি তল্লাশি করে। সেখানে পোড়া মানুষের দেহাবশেষ উদ্ধার হয়, যা এই রহস্যকে আরও গভীর করে তুলেছে। এরপরই পুলিশ আরও তিনটি পুরনো নিখোঁজ মামলার ফাইল পুনরায় খুলেছে, যেখানে সেবাস্টিয়ানের নাম আগে থেকেই ছিল।

পুরনো মামলার যোগসূত্র

২০১২ সাল থেকে নিখোঁজ আয়েশার ঘটনায় সেবাস্টিয়ানের ভূমিকা নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। আয়েশার প্রতিবেশী এবং বন্ধু রোসাম্মা জানিয়েছেন, আয়েশার সঙ্গে সেবাস্টিয়ানের আর্থিক লেনদেন ছিল। আয়েশা তার থেকে জমি কিনতে চেয়েছিলেন। যদিও ২০১২ সালেও পুলিশের কাছে সেবাস্টিয়ান ও আয়েশার মধ্যে যোগাযোগের প্রমাণ ছিল, তখন সেবাস্টিয়ানের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।

বাম শাসিত কেরলে ‘ ভারত মাতা ‘ র প্রতীকে ‘ না ‘ ! বাতিল হল পরিবেশ দিবস !

সেবাস্টিয়ানের সম্পত্তি জুড়ে বড় আকারের তল্লাশি

পুলিশ এখন সেবাস্টিয়ানের ২.৫ একর বিস্তৃত জমি, যেখানে পুকুর এবং ঘন গাছপালা রয়েছে, সেখানে ব্যাপক তল্লাশি চালানোর প্রস্তুতি নিচ্ছে। ফরেনসিক পরীক্ষা চলছে এবং পুলিশ মনে করছে, এই জায়গাটিতে আরও গুরুত্বপূর্ণ প্রমাণ বা মানুষের দেহাবশেষ থাকতে পারে। তদন্তের সুবিধার জন্য বাড়ির নতুন বসানো গ্রানাইটের মেঝে খুঁড়ে দেখার কথাও ভাবছেন তদন্তকারীরা। সেবাস্টিয়ানের অসহযোগিতা তদন্তকারীদের হতাশ করলেও, তারা গত এক দশকের সম্ভাব্য সহিংসতার প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর