ভেঙে পড়ল পুরনো বাড়ি

ব্যুরো নিউজ ২ আগস্ট : কলকাতার পুরনো বাড়িগুলির জীর্ণ দশা ফের সামনে এল মানিকতলায় ঘটে যাওয়া আর এক বিপর্যয়ের ঘটনায়। শনিবার সকালে মানিকতলা মেইন রোডের ১২১/৪ নম্বর বাড়ির একটি পরিত্যক্ত অংশ আচমকা ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত হন পাশের বাড়ির মোট ৭ জন বাসিন্দা, যাঁদের মধ্যে রয়েছেন ৩টি শিশু, ২ জন বয়স্ক নাগরিক ও ২ জন মহিলা। আশঙ্কাজনক অবস্থা না থাকলেও, এই দুর্ঘটনা ফের তুলে দিল কলকাতার বহু পুরনো ও বিপজ্জনক বাড়িগুলির দুরবস্থার চিত্র।

প্রয়াত প্রাক্তন কাউন্সিলার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধস নামা বাড়িটি প্রয়াত প্রাক্তন কাউন্সিলার প্রণব বসুর। বাড়িটির একটি অংশ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল, যার রক্ষণাবেক্ষণ বা ভাঙার কোনও সরকারি উদ্যোগ দেখা যায়নি। অন্যদিকে, বাড়ির যে অংশে প্রণববাবুর আত্মীয়রা থাকতেন, সেই অংশ ছিল তুলনামূলকভাবে নিরাপদ। তবে ধ্বসে পরিত্যক্ত অংশটি সরাসরি পাশে থাকা বাড়ির গায়ে গিয়ে পড়ায় সেখানে বড়সড় ক্ষতি হয়।

১ অগস্ট থেকে কমল বাণিজ্যিক এলপিজির দাম

দুর্ঘটনার পর দ্রুত আহতদের মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যক্রমে কারোর আঘাত গুরুতর নয় এবং প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।

এই নিয়ে গত এক সপ্তাহে শহরে পরপর ৪ থেকে ৫টি বাড়ি ভেঙে পড়ার ঘটনা প্রকাশ্যে এল। পুরসভার পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও বহু পুরনো বাড়ির মালিকরা সংস্কার কিংবা ভাঙার উদ্যোগ নেন না বলেই অভিযোগ। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো ও বিপজ্জনক বাড়িগুলির তালিকা করে দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাবে।

হাজির নন রাজ্যের প্রধান আইনজীবী, ছাত্র সংসদ মামলায় !

পুরসভা সূত্রে খবর, বিপজ্জনক বাড়ির চিহ্নিতকরণ ও বাসিন্দাদের স্থানান্তর নিয়ে নতুনভাবে জরুরি পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। এদিকে স্থানীয় মানুষজনের দাবি, পুরসভা যেন এ বিষয়ে আরও তৎপর হয় এবং ভগ্নাবশেষ দ্রুত পরিষ্কার করে এলাকা নিরাপদ করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর