ইভিএম নিউজ ব্যুরো, ১৭ ফ্রেব্রুয়ারিঃ গাঙ্গেয় শুশুক বাঁচানোর উদ্যোগ নিল এবার রাজ্য সরকার । হাওড়া জেলা পরিষদ পরিচালিত হাওড়ার গড়চুমুকে  ঢেলে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার। পাশাপাশি শুশুক প্রজনন কেন্দ্র গড়ে উঠবে এই পর্যটনকেন্দ্রকে । রাজ্য সরকার ও ডব্লিউডব্লিউএফ-এর যৌথ উদ্যোগে শুশুকদের নজরদারির জন্য ফরাক্কা থকে ডায়মন্ড হারবার পর্যন্ত মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এটির প্রথম ভাগে রয়েছে, ফরাক্কা ও ফিডার ক্যানাল, দ্বিতীয় ভাগে রয়েছে বেলুড় মঠ, বর্ধমান এবং নবদ্বীপ লাগোয়া গঙ্গার অংশ । তৃতীয় ভাবে রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল এবং চতুর্থ ভাগে রয়েছে কোলাঘাটের অঞ্চল । সব শেষ অর্থাৎ পঞ্চম ভাগে রয়েছে ডায়মন্ড হারবার ও তার লাগোয়া এলাকাগুলি।

উল্লেখ্য, প্রায় তিন দশক  আগে ভারতের প্রথম শুশুক অভয়ারণ্য গড়ে তলা হয়েছিল বিহারের বিক্রমশীলায়।এইপ্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ইতিমধ্যেই গড়চুমুকে বাড়ছে শুশুক সংখ্যা। ফলে তাদের সংরক্ষণও জরুরি হয়ে পড়েছে। তা ছাড়  গড়চাচুমুকে পর্যটন কেন্দ্র হিসাবে আকর্ষণও রয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর