ব্যুরো নিউজ ১২ জুলাই ২০২৫ : তীব্র গরমে ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাতায়াতের যে রোজকার অভিজ্ঞতা, এবার সেই সমস্যা থেকে মিলবে স্বস্তি। রাজ্য এবার চালু হতে চলেছে বাতানুকূল লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, আগামী ১৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই প্রকল্পের উদ্বোধন করতে পারেন। শিয়ালদা মেন লাইন এবং বনগাঁ শাখায় খুব শিগগিরই শুরু হতে চলেছে এই অত্যাধুনিক এসি লোকাল পরিষেবা।
রাজ্যে মোদীর সফর ও রাজনৈতিক গুরুত্ব
প্রধানমন্ত্রী মোদী ভার্চুয়ালি নয়, সশরীরে এই এসি ট্রেন এবং একটি মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন। আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের ঠিক আগে বিজেপির তরফে প্রধানমন্ত্রীর এই সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শোনা যাচ্ছে, বারাসত কিংবা দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রীর জনসভা হতে পারে।
শিয়ালদহ মেনে চালু হতে চলেছে লোকাল এসি ট্রেন – কৃষ্ণনগর ,বনগাঁ সর্বত্র রুটে।
এসি লোকালের বৈশিষ্ট্য
এই নতুন এসি লোকাল ট্রেনটি ১২ কামরার সম্পূর্ণ বাতানুকূল। ট্রেনটির প্রতিটি কামরা স্টেনলেস স্টিলের তৈরি এবং প্রতিটিতে থাকবে চারটি স্বয়ংক্রিয় দরজা। যাত্রী সুবিধার্থে থাকছে জিপিএস-চালিত প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। এছাড়া, যাত্রীদের আরামদায়ক বসার ও দাঁড়ানোর ব্যবস্থা থাকছে, এবং মালপত্র রাখার জন্য মজবুত অ্যালুমিনিয়ামের তাক দেওয়া হয়েছে।
এসি লোকালের ভাড়া
এসি লোকাল ট্রেনের সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা ধার্য করা হয়েছে। এখানে শিয়ালদা ও বনগাঁ শাখার কিছু নির্দিষ্ট গন্তব্যের ভাড়া ও মাসিক টিকিটের বিস্তারিত তথ্য দেওয়া হলো:
শিয়ালদা শাখার ভাড়া:
- শিয়ালদা থেকে দমদম: দৈনিক ২৯ টাকা, মাসিক ৫৯০ টাকা।
- শিয়ালদা থেকে ব্যারাকপুর: দৈনিক ৫৬ টাকা, মাসিক ১২১০ টাকা।
- শিয়ালদা থেকে নৈহাটি: দৈনিক ৮৫ টাকা, মাসিক ১৭২০ টাকা।
- শিয়ালদা থেকে রানাঘাট: দৈনিক ১১৩ টাকা, মাসিক ২৩১০ টাকা।
- শিয়ালদা থেকে কৃষ্ণনগর: দৈনিক ১৩২ টাকা, মাসিক ২৬৮০ টাকা।
বনগাঁ শাখার ভাড়া:
- দমদম: দৈনিক ২৯ টাকা, মাসিক ৫৯০ টাকা।
- বারাসত: দৈনিক ৫৬ টাকা, মাসিক ১২১০ টাকা।
- হাবড়া: দৈনিক ৮৫ টাকা, মাসিক ১৭২০ টাকা।
- গোবরডাঙা: দৈনিক ৯৯ টাকা, মাসিক ২০১০ টাকা।
- বনগাঁ: দৈনিক ১১৩ টাকা, মাসিক ২৩২০ টাকা।
কবে থেকে শুরু যাত্রী পরিষেবা?
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই এই এসি লোকাল ট্রেনগুলির বাণিজ্যিক যাত্রা শুরু হবে। শিয়ালদা শাখার সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “আমরা একেবারে প্রস্তুত। প্রধানমন্ত্রীর হাতেই এই এসি লোকালের শুভ সূচনা হওয়ার কথা। তার পরেই যাত্রী পরিষেবা চালু হবে।” এর ফলে নিত্যযাত্রীদের দীর্ঘদিনের গরমের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।