ব্যুরো নিউজ ০৯ জুলাই ২০২৫ : আরজি কর মেডিক্যাল কলেজে গত বছর ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ ও খুন কাণ্ডে নতুন মোড় দেখা যাচ্ছে। এই ঘটনার এক বছর পূর্ণ হওয়ার আগেই বিচার প্রক্রিয়া এবং প্রতিবাদ, উভয় ক্ষেত্রেই গতি এসেছে। একদিকে যেমন এই ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় তার সাজা রদ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, অন্যদিকে নির্যাতিতা চিকিৎসকের পরিবারও ‘ক্রাইম সিন’ পরিদর্শনের আবেদন জানিয়েছে। একই সাথে, আগামী ৯ই আগস্ট ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে জুনিয়র ডাক্তাররা ও অভয়া মঞ্চ বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে।
দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের হাইকোর্টে আবেদন
শিয়ালদা আদালত কর্তৃক ধর্ষণ ও খুনের অপরাধে আজীবন কারাদণ্ডে দণ্ডিত সঞ্জয় রায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার দাবি, তিনি নির্দোষ এবং এই মামলা থেকে তাকে মুক্তি দেওয়া হোক। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই আবেদন করা হয়েছে এবং আগামী ১৬ই জুলাই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রভাবের আড়ালে নৈরাজ্য ; জানুন রাজনৈতিক মদতপুষ্ট ধর্ষকের চরিত্র ।
‘ক্রাইম সিন’ পরিদর্শনের আরজি ও রাজ্যের আপত্তি
নির্যাতিতা চিকিৎসকের পরিবার আরজি কর কাণ্ডের ‘ক্রাইম সিন’ বা ঘটনাস্থল পরিদর্শনের জন্য শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছে। মঙ্গলবার এই আবেদনের শুনানি হয়। রাজ্যের আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় এই আবেদনের তীব্র বিরোধিতা করে বলেন যে, কোনো আইনজীবী বা নাগরিকের ‘ক্রাইম সিন’ পরিদর্শনের অধিকার নেই এবং আবেদনে পরিবারের পরিদর্শনের উদ্দেশ্য স্পষ্ট নয়। তিনি আরও যুক্তি দেন যে পরিবার যেহেতু সিবিআই তদন্তে ত্রুটির অভিযোগ তুলেছে, তাই পুনরায় তদন্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, ফলে এই আবেদন বাতিল করা উচিত।
ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীরাও এই আবেদনে আপত্তি জানিয়েছেন। তবে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন যে, তাদের এই আবেদনে কোনো আপত্তি নেই।
এর পাল্টা যুক্তি দিয়ে নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি ও অমর্ত্য দে বলেন, পরিবার সেমিনার রুম বাদে হাসপাতাল ও ‘ক্রাইম সিন’ ঘুরে দেখতে চায়। তাদের বক্তব্য, কলকাতা পুলিশের তদন্তে ত্রুটি ছিল বলেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। পরিবার জানতে চায়, ঘটনাস্থলে ঠিক কী ঘটেছিল এবং রাজ্য কেন এটি লুকোতে চাইছে, যেখানে সিবিআইয়ের কোনো আপত্তি নেই। এই আবেদনের রায় আজ, বুধবার, ১০ই জুলাই ঘোষণা করা হবে।
এক বছর পূর্তিতে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ কর্মসূচি
আগামী ৯ই আগস্ট আরজি করের এই নারকীয় ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে। এর আগেই আন্দোলনের ঝাঁজ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে তারা প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। আগামী ৮ই আগস্ট ফের রাতভর প্রতিবাদ কর্মসূচি করা হবে।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, ৮ই আগস্ট রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পথে নেমে প্রতিবাদ প্রদর্শন করা হবে এবং মশাল মিছিলও করা হবে। জুনিয়র ডাক্তাররা ৮ই আগস্ট রাত ১২টায় শ্যামবাজারে জমায়েতের ডাক দিয়েছেন এবং সেখান থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মশাল মিছিল করা হবে। সমাজের সকল স্তরের মানুষকে এই প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
Kasba College Gangrape ; তৃণমূল আশ্রিত ছাত্রনেতাদের অমানবিক বিকৃত মানসিকতা প্রকাশ পেল আদালতে
অভয়া মঞ্চের ‘কালীঘাট চলো’ কর্মসূচি
আগামী ৯ই আগস্ট, ঘটনার এক বছর পূর্তির দিনই আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত অভয়া মঞ্চ ‘কালীঘাট চলো’ কর্মসূচির ডাক দিয়েছে। সাংবাদিক বৈঠকে অভয়া মঞ্চের তরফে আরজি করের ঘটনায় বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারকেও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন। মঞ্চের বক্তব্য, গত ১১ মাসে অসংখ্য ‘আরজি কর’ কাণ্ড ঘটেছে, নির্যাতন ও হত্যায় কোনো বিরাম নেই। রাজ্য সরকারকে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।