west-bengal-ssc-scam

ব্যুরো নিউজ ০৭ জুলাই ২০২৫ : এসএসসি-তে ২৬,০০০ চাকরি বাতিল মামলার পরিপ্রেক্ষিতে শূন্যপদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই নতুন বিজ্ঞপ্তি নিয়ে সোমবার (৭ জুলাই, ২০২৫) কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। হাইকোর্ট স্পষ্ট করে জানিয়েছে যে, সুপ্রিম কোর্টের রায়ে যাঁরা ‘টেনটেড’ বা ‘দাগী’ হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁরা এসএসসি-র নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

হাইকোর্টের নির্দেশ

 বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে, যা এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি নিয়ে দায়ের হওয়া ৯টি মামলার পরিপ্রেক্ষিতে। বিচারপতি বলেন, “আদালত ভাবছে, অযোগ্যদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে। সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া হোক।” রাজ্যের আইনজীবীর প্রশ্নের উত্তরে বিচারপতি স্পষ্ট বলেন যে, অযোগ্যরা প্রতারণা করে চাকরি পাওয়ায় তাদের বাদ দেওয়া হবে। হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে যে, যদি কোনো ‘দাগী অযোগ্য’ প্রার্থী ইতিমধ্যেই আবেদন করে থাকেন, তবে সেই আবেদনপত্র বাতিল করতে হবে। ৩০ মে প্রকাশিত এসএসসি-র বিজ্ঞপ্তি মেনেই নিয়োগ প্রক্রিয়া চলবে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

যোগ্য শিক্ষকদের তালিকা তৈরি ও কর্মসুরক্ষা সম্ভব, শীর্ষ আদালতকে জানাক রাজ্য: শিক্ষকদের দাবি

রাজ্য ও এসএসসি-র সওয়াল

 আদালতে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের পক্ষেই সওয়াল করেছিল। এসএসসির আইনজীবী যুক্তি দেন যে, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। তাদের দাবি ছিল, সর্বোচ্চ আদালত কেবল বয়সজনিত ছাড়ের কথা বলেছে, অংশগ্রহণের নিষেধাজ্ঞার কথা বলেনি।

উত্তপ্ত শিয়ালদা: অর্ধনগ্ন মহামিছিল আটকাতে মরিয়া পুলিশ, নিয়োগ দুর্নীতি নিয়ে চরমে রাজ্য-কেন্দ্র সংঘাত

হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত

 তবে, কলকাতা হাইকোর্ট এই সকল যুক্তি নাকচ করে সাফ নির্দেশ দিয়েছে, এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি মেনে নিয়োগ চলবে, কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে বা যাদের নাম চাকরি বাতিল হওয়া তালিকায় রয়েছে, তাদের আবেদন বাতিল করতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য পুনরায় বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। সেই নির্দেশ মেনেই নিয়োগপ্রক্রিয়া চালিয়ে যেতে হবে।” এই রায়ের ফলে, দুর্নীতির অভিযোগে চিহ্নিত প্রার্থীরা নতুন করে সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর