অরূপ পাল, ১৫ ফ্রেব্রুয়ারিঃ আই এস এল টুর্নামেন্টে ফের হার এটিকে মোহনবাগানের। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে তারা শুন্য এক গোলে হারালো হায়দরাবাদ এফসির কাছে। প্রথম পর্বে ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে ও এক গোলে হার মানতে হয়েছিল সবুজ মেরুন শিবির কে। বদলার ম্যাচেও জয় পেল না জুয়ান ফেরেন্দোর দল। প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে প্রাধান্য থাকলেও কাজের কাজ অর্থাৎ গোল পায়নি মোহনবাগান। সহজ সুযোগ নষ্ট করে তিন পয়েন্ট হাতছাড়া ফেরেন্দোর দলের। লিস্টন কোলাসো এবং মানবীর সিং গোটা তিনেক সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচ শেষ হ ওয়ার চার মিনিট আগে হায়দরাবাদের হয়ে জয়সূচক গোলটি করেন ওগোবেচে। দলকে জয় এনে দিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ওগোবেচে। আঠেরো ম্যাচে উনচল্লিশ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ এফ সি। সম সংখ্যক ম্যাচে আঠাশ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। তবে এই হারের ফলে লিগ টেবলে শেষ ছয়ে থাকা অনেক টা অনিশ্চিত হয়ে পড়ল সবুজ মেরুন শিবিরের। আঠেরো ম্যাচে বেঙ্গালুরু এফ সি র সংগ্রহ আঠাশ পয়েন্ট। সম সংখ্যক ম্যাচে কেরালা ব্লাস্টারসের সংগ্রহ সাতাশ পয়েন্ট। ষষ্ঠ স্থানে রয়েছে এফ সি গোয়া। ফলে পরের কেরালা ব্লাস্টারসের বিরুদ্ধে মোহনবাগান ম্যাচটির গুরুত্ব অনেকখানি বেড়ে গেল। আগের ম্যাচে ওড়িশা এফ সি র কাছে হারলেও মোহনবাগানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে জয়ের সরণিতে ফিরল হায়দরাবাদ। এখন দেখার শেষ দুটি ম্যাচে জয় পেয়ে আই এস এল টুর্নামেন্টে নক আউট পর্বে খেলার যোগ্যতা মোহনবাগান অর্জন করতে পারে কিনা।