ইভিএম নিউজ ব্যুরো, ১৪ই ফেব্রুয়ারিঃ প্রভাকরণ সুস্থ আছেন , অবলীলাক্রমে ঘুরে বেড়াচ্ছেন এবং খুব শীঘ্রই জনসমক্ষে আসবেন। চোদ্দো বছর আগে শ্রীলঙ্কার সরকার তাঁর মৃত দেহের যেসব ভিডিও প্রকাশ করেছিলো তা সম্পূর্ণ অসত্য।এমনই বিস্ফোরক দাবি করলেন তামিলনাড়ুর বর্ষীয়ান নেতা পাঝা নেদুমারান।

প্রসঙ্গত, ২০০৯ সালের ১৮ ই মে শ্রীলঙ্কা সরকার তামিল জঙ্গি গোষ্ঠী লিবারেশন টাইগার অফ তামিল ইলাম (এলটিটিই) এর প্রতিষ্ঠাতা ভেলুপিল্লাই প্রভাকরণকে মৃত ঘোষণা করেছিলো। সেই সঙ্গে বেশ কিছু ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল তাঁর। দেড় দশক পর নেদুমারানের মন্তব্য , শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষের সরকার পতনের পর এটাই প্রভাকরণের প্রকাশ্যে আসার উপযুক্ত সময়। ১৪ বছর পর পাঝার এই দাবি প্রভাকরণের মৃত্যু রহস্যকে আরও একবার উস্কে দিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর