ব্যুরো নিউজ ৭ জুন :সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার বকেয়া ডিএ (Dearness Allowance) মেটানোর তোড়জোড় শুরু করেছে। এই নির্দেশ অনুযায়ী, পঞ্চম বেতন কমিশন অনুসারে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মেটাতে হবে।

পেনশনভোগীরা কি বকেয়া ডিএ পাবেন?

হ্যাঁ, পেনশনভোগীরাও বকেয়া ডিএ পাবেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ নিশ্চিত করেছেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সর্বস্তরের কর্মচারী এবং পেনশনভোগীরা বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, “যাঁরা ডিএ পেয়েছেন, ২০০৯ রোপার বকেয়া তাঁদের সকলের জন্যই আছে। সকল পেনশনভোগী, সকল স্তরের কর্মচারী কড়ায়-গণ্ডায় পাওনার টাকা মিটিয়ে দিতে হবে সরকারকে।”

Train accident update:”আমার ছেলেকে শেষবারের মতো কবে দেখতে পাবো?”শুভঙ্করের মৃত্যুতে মায়ের কান্না, কি বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী?

কারা এবং কীভাবে বকেয়া ডিএ পাবেন?

  • ২০০৯ সালের ১ জুলাইয়ে চাকরিরত এবং ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করা কর্মচারী: কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, এই কর্মীরা বকেয়া ডিএ-র পুরো টাকাই পাবেন।
  • ২০০৯ সালের ১ জুলাইয়ে চাকরিরত এবং পরে অবসর নেওয়া কর্মচারী: যদি কোনো কর্মচারী ২০০৯ সালের ১ জুলাইয়ে চাকরিরত ছিলেন কিন্তু কয়েক বছর পরে তিনি অবসর নিয়েছেন, তাহলেও সেই পরিমাণ বেসিকের উপরে তিনি বকেয়া ডিএ পাবেন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যেদিন অবসর নিয়েছেন, সেই হিসেবে ততদিনের বকেয়া ডিএ মিলবে।
  • অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে (পেনশনভোগীরা): তাঁদের ক্ষেত্রে পেনশনের নিরিখে বকেয়া ডিএ অর্থাৎ ডিয়ারনেস রিলিফ (Dearness Relief – DR) হিসাব করা হবে। কোনো কর্মচারী যেদিন অবসর গ্রহণ করেছেন, সেদিন থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই হিসেব করে বকেয়া দেওয়া হবে। এমনকি, কোনো কর্মচারী ২০০৯ সালের ১ জুলাইয়ের আগেও অবসর নিয়ে থাকলেও বকেয়া পাবেন। তাঁদের অবসরকালীন বেসিকের নিরিখে ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়ার হিসাব করে তা দেওয়া হবে।

পায়ের তলায় তেল মালিশের আশ্চর্য উপকারিতা জানলে রোজ করবেন এই মালিশ

নবান্নের প্রস্তুতি:

সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকার বকেয়া ডিএ-র অংশ মেটাতে প্রযুক্তিগত দিক থেকে নতুন পদ্ধতি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই প্রযুক্তি সমস্ত দফতরে পাঠিয়ে সমস্ত কর্মীর মহার্ঘ ভাতা জানার সময়সীমা জানতে চাওয়া হবে। সরকারি কর্মীরা আশাবাদী যে, জুনের শেষেই তাঁদের হাতে বকেয়া ডিএ এসে পৌঁছাবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর