ব্যুরো নিউজ ৫ জুন : দাসো অ্যাভিয়েশন এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) ভারতের বিমান উৎপাদন শিল্পে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রাফাল ফাইটার বিমানের ফিউজেলেজ (fuselage) তৈরির জন্য চারটি উৎপাদন স্থানান্তর চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ভারতের মহাকাশ উৎপাদন সক্ষমতা জোরদার হবে এবং বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলেও এর ইতিবাচক প্রভাব পড়বে। বৃহস্পতিবার দাসো অ্যাভিয়েশনের পক্ষ থেকে এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এই চুক্তির অধীনে, TASL হায়দ্রাবাদে একটি অত্যাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করবে। এই কেন্দ্রে রাফালের মূল কাঠামোগত অংশগুলি তৈরি হবে, যার মধ্যে রয়েছে পেছনের ফিউজেলেজের পার্শ্বীয় অংশ, সম্পূর্ণ পেছনের অংশ, কেন্দ্রীয় ফিউজেলেজ এবং সামনের অংশ। ফ্রান্সে বাইরে এটিই হবে রাফাল ফিউজেলেজ উৎপাদনের প্রথম ইউনিট।

উৎপাদন লক্ষ্যমাত্রা ও সময়সীমা:
আশা করা হচ্ছে, ২০২৮ অর্থবর্ষের মধ্যে প্রথম ফিউজেলেজ অংশগুলি এই অ্যাসেম্বলি লাইন থেকে বের হবে। এই সুবিধা প্রতি মাসে দুটি সম্পূর্ণ ফিউজেলেজ সরবরাহ করতে সক্ষম হবে বলে জানানো হয়েছে।

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত: ছাড়াল জাপানকে

নেতৃত্বের মন্তব্য
 দাসো অ্যাভিয়েশনের চেয়ারম্যান ও সিইও এরিক ট্র্যাপিয়ার বলেন, “এই প্রথম রাফাল ফিউজেলেজ ফ্রান্সের বাইরে তৈরি হবে। এটি ভারতে আমাদের সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। TASL সহ আমাদের স্থানীয় অংশীদারদের সম্প্রসারণের ফলে, এই সরবরাহ শৃঙ্খল রাফালের সফল উৎপাদনে অবদান রাখবে এবং আমাদের মান ও প্রতিযোগিতামূলক প্রয়োজনীয়তা পূরণ করবে।”
টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর সুকরণ সিং বলেন, “এই অংশীদারিত্ব ভারতের মহাকাশ যাত্রায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ভারতে সম্পূর্ণ রাফাল ফিউজেলেজ উৎপাদন টাটা অ্যাডভান্সড সিস্টেমসের সক্ষমতার প্রতি গভীর আস্থা এবং দাসো অ্যাভিয়েশনের সাথে আমাদের সহযোগিতার শক্তিকে তুলে ধরে। এটি ভারতের একটি আধুনিক, শক্তিশালী মহাকাশ উৎপাদন বাস্তুতন্ত্র গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ অগ্রগতিকেও প্রতিফলিত করে যা বৈশ্বিক প্ল্যাটফর্মগুলিকে সমর্থন করতে পারে।”

রাফাল বিমানের বিশেষত্ব
ডাসল্ট রাফালকে সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী (IAF) ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর জন্য ব্যবহার করেছে। যদিও পাকিস্তান রাফালকে ভূপাতিত করার দাবি করেছে, তবে আজ পর্যন্ত তারা তাদের দাবি প্রমাণ করতে পারেনি। ভারত অবশ্য স্কাল্প (Scalp) এবং র‌্যাম্পেজ (Rampage) ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে বেশ কয়েকটি বিমানঘাঁটি এবং কৌশলগত ঘাঁটিতে হামলা চালিয়েছে।
রাফাল বিশ্বজুড়ে F-35 পঞ্চম প্রজন্মের এয়ার ডমিনেন্স প্ল্যাটফর্মের একটি দুর্দান্ত বিকল্প । রাফালের আক্রমণাত্মক ক্ষমতা বিমানটিকে ভারতীয় সামরিক বাহিনির কাছে আরও গুরুত্ত্বপূর্ণ করে তুলেছে এবং আগামী দিনে আরও উৎপাদনের ইঙ্গিত দিচ্ছে ।

‘দক্ষিণায় পাক অধিকৃত কাশ্মির চাই’: সেনাপ্রধানকে জগদ্গুরু রামভদ্রাচার্য্যের স্পষ্ট বার্তা

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর