অরূপ  পাল, ১২ ফ্রেব্রুয়ারিঃ সন্তোষ ট্রফির প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বাংলা। দিল্লির বিরুদ্ধে দুই দুই গোলে খেলা শেষ করে শেষ চারে ওঠা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে সবচেয়ে বেশি বার সন্তোষ জয়ী বাংলা দলের।
তবু সোমবার গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে সার্ভিসেস এর বিরুদ্ধে তিন পয়েন্ট ই‌ টার্গেট বাংলা কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যর। সার্ভিসেসের বিরুদ্ধে দল গড়া নিয়ে বেশ খানিকটা সমস্যায় পড়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। দিল্লি ম্যাচে চোট পাওয়ায় সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে পারবেন না নির্ভরযোগ্য ফুটবলার রবি হাঁসদা। তবে কে আছে, কে নেই তা নিয়ে চিন্তিত নন বাংলা কোচ। বরং যারা আছেন তাদের নিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করে মাঠ ছাড়াই লখ্য বিশ্বজিৎ এর। বাংলা কোচ গোলের জন্য তাকিয়ে রয়েছেন অধিনায়ক নরহরি শ্রেষ্ঠর দিকে। প্রথম ম্যাচে দু গোল করলেও দল জয় পাইনি বাংলা। তাই সার্ভিসেসের বিরুদ্ধে গোল করার পাশাপাশি বাংলা কে তিন পয়েন্ট এনে দেওয়াই লখ্য অধিনায়ক নরহরির।‌এখন দেখার প্রথম ম্যাচ ভুলে দ্বিতীয় ম্যাচে বাংলা জয়ের সরণিতে ফিরতে পারে কিনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর