ইভিএম নিউজ ব্যুরো, ১২ ফ্রেব্রুয়ারিঃ এই বর্ষসেরা ফুটবলের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে রয়েছেন ফ্রান্সের আরো দুই তারকা কিলিয়ান এমবাপে এবং করিম বেঞ্জেমা । রিয়াল মাদ্রিদের প্লেয়ার বেঞ্জেমা গত বছর ক্লাব ফুটবলে অসাধারণ খেলার জন্য এই তালিকায় স্থান করে নিয়েছে ।
![মমতার কোপে কি এবার অভিনেতা-অভিনেত্রীরা?](https://newsevm.com/wp-content/uploads/2025/02/Untitled-design1077-150x150.png)