ব্যুরো নিউজ ১৫ই মে : জাতীয় পুরস্কারজয়ী গায়ক সনু নিগম সম্প্রতি কন্নড় ভাষা বিতর্ক ঘিরে আলোচনায় । বেঙ্গালুরুর একটি সঙ্গীতানুষ্ঠানে অভিনেতার কিছু কথাকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত, যা আদালত পর্যন্ত গড়ায়। সনু নিগম তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কর্ণাটক হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে গায়ক তদন্তে সহযোগিতা করলে তার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত নয়। আপনাদের জানিয়ে রাখি, কন্নড় ভাষার বেশ কিছু প্রতিষ্ঠান সনু নিগমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। এরপরই সনু নিগম হাইকোর্টে আবেদন করেন।

সম্প্রতি সনু নিগম বেঙ্গালুরুর একটি সঙ্গীতানুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানে গান পরিবেশন করার সময়, সেখানে উপস্থিত কিছু লোক তাকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে সনু বলেন যে ‘কোনও ভাষার প্রতি এত গোঁড়ামি ঠিক নয়’ । এছাড়াও, সনু নিগম গোঁড়ামির প্রসঙ্গে বলেন যে পাহালগামের সন্ত্রাসী হামলাও এক ধরনের গোঁড়ামির ফল। এই মন্তব্যের পরেই সনু নিগম বিতর্কের কেন্দ্রে চলে আসেন এবং কন্নড় ভাষার কিছু প্রতিষ্ঠান তার এই মন্তব্যের বিরোধিতা করে। শুধু তাই নয়, বেঙ্গালুরুতে সনু নিগমের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়।

এই বিষয়ে বিতর্ক বাড়লে, সনু নিগম একটি ভিডিও প্রকাশ করে তার বক্তব্য স্পষ্ট করেন। পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর, সনু নিগম এই বিষয়ে হাইকোর্টে তার আবেদন দাখিল করেন। হাইকোর্টে মামলার শুনানি শেষে সনু নিগম স্বস্তি পেয়েছেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সনু নিগমের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত নয়; তাকে কেবল তদন্তে সহযোগিতা করে যেতে হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর