ব্যুরো নিউজ ১৫ই মে : নকশালবাদের বিরুদ্ধে লড়াইয়ে এক বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার ঘোষণা করেছেন, ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে কারেগুট্টা পাহাড়ে (KGH) এক বিশাল অভিযানে ৩১ জন দুর্ধর্ষ নকশালকে নিকেশ করা হয়েছে। ২১ দিন ধরে চলা এই অভিযান প্রতিকূল আবহাওয়া এবং বন্ধুর ভূখণ্ডে পরিচালিত হয়েছিল। শাহ উল্লেখ করেছেন, CRPF, STF এবং DRG ইউনিটের বীরত্বের প্রশংসা করে তিনি জানান, অভিযানে কোনো নিরাপত্তা কর্মীর হতাহতের ঘটনা ঘটেনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নকশালদের শক্ত ঘাঁটিতে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। X-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লিখেছেন, “আমাদের নিরাপত্তা বাহিনীর এই সাফল্য প্রমাণ করে যে নকশালবাদ নির্মূল করার আমাদের অভিযান সঠিক দিকে এগোচ্ছে। নকশাল-অধ্যুষিত এলাকায় শান্তি প্রতিষ্ঠা এবং তাদের উন্নয়নের মূল স্রোতে অন্তর্ভুক্ত করতে আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”

একসময়ের দুর্ধর্ষ নকশাল ঘাঁটি কারেগুট্টা পাহাড় PLGA ব্যাটালিয়ন ১, দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটি (DKSZC), তেলেঙ্গানা স্টেট কমিটি (TSC) এবং সেন্ট্রাল রিজিওনাল কমান্ডের (CRC) মতো প্রধান নকশাল গোষ্ঠীগুলির সম্মিলিত সদর দফতর হিসেবে কাজ করত। এই গোষ্ঠীগুলি উন্নত প্রশিক্ষণ, কৌশলগত পরিকল্পনা এবং অস্ত্র তৈরির জন্য এই স্থানটি ব্যবহার করত।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানের প্রতীকী তাৎপর্যের উপর জোর দিয়ে বলেন, যে পাহাড় একসময় বামপন্থী উগ্রবাদের ক্ষমতার প্রতীক ছিল, সেখানে এখন ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা সগর্বে উড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ভারতকে “নকশালমুক্ত” করার সরকারের অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেন।

এক বিবৃতিতে অমিত শাহ বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী নকশালবাদের বিরুদ্ধে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবং আমি সাহসী CRPF, STF এবং DRG কর্মীদের তাদের অতুলনীয় সাহসের জন্য অভিনন্দন জানাই। সমগ্র জাতি আপনাদের বীরত্বের জন্য গর্বিত।”

শাহ নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল করার সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করেন এবং নাগরিকদের আশ্বস্ত করেন যে এই কয়েক দশকের পুরনো বিদ্রোহের বিরুদ্ধে ভারতের লড়াই দৃঢ় ও আপোষহীন থাকবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর