ইভিএম নিউজ ব্যুরো,১১ ফেব্রুয়ারিঃ মানুষের দ্বারা সবই সম্ভব। বিজ্ঞানের এই রমরমার যুগে তাক লাগিয়ে দেওয়ার মতো ঘটনার আকছার শুনি আমরা। এমনই এক ঘটনা সামনে এলো । সম্প্রতি রুপান্তরকামী এক পুরুষ মা হলেন। তাঁর নাম জেহাদ। ফুটফুটে এক সন্তানের জন্ম দিলেন তিনি। দেশের মধ্যে প্রথম কোনও রুপান্তরকামী পুরুষ মা হলেন।
সুত্রের খবর, গত বুধবার কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় এই রুপান্তরকামী এক দম্পতির সন্তান। জেহাদের স্ত্রী জিয়ায়ই প্রথম সমাজমাধ্যমে তাঁদের সন্তান জন্মানোর খবরটি প্রকাশ করেন। কিন্তু কে এই জাহাদ-জিয়া?
কেরলের বাসিন্দা জাহাদ ও জিয়া। জাহাদ জন্মগত ভাবেই পুরুষ মানসিকতার ছিল। লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারী থেকে পুরুষ হন তিনি। আর তাঁর সঙ্গী জিয়া শারীরিকভাবে পুরুষ হওয়া সত্ত্বেও জন্ম থেকেই মেয়েলি স্বভাবের ছিলেন। পরে লিঙ্গ পরিবর্তন করে নারীতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। এরই মধ্যে জাহাদ-জিয়া পরস্পরকে বিয়ে করেন। বিয়ে করার পর ধাপে ধাপে নিজেদের শারীরিকভাবে লিঙ্গ পরিবর্তন করার পথে অনেকটা এগিয়ে গিয়েছিলেন তাঁরা। সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু জিয়ার মা হওয়ার খুব ইচ্ছা ছিল। সেই স্বাদ পূরণ করতেই দুজনেই সম্পূর্ণ লিঙ্গ পরিবর্তন অসমাপ্ত রেখে সন্তানকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেন।
শারীরিক পরিবর্তনের সমস্ত চিকিৎসা বন্ধ রেখে অন্তঃসত্তা হন জিহাদ। তাঁরা দুজনেই এই ৯ মাসের মা-বাবা হওয়ার পুরো প্রক্রিয়াটি জমিয়ে উপভোগ করেন। তাঁদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার শুধু দিন গুনছিলেন। অবশেষে তাঁদের সেই প্রতিক্ষার অবসান ঘটেছে। পুরুষ শরীরেই সন্তান প্রসবের মাধ্যমে বাবা হলেন তিনি এবং জিয়া মা হলেন।
সরকারি সুত্রে খবর, এই রুপান্তরকামী দম্পতি ও তাঁদের সন্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। তাঁর প্রচেষ্টায় সন্তান প্রসব করার পর জাহাদ ও সদ্যজাতকে কোঝিকোড়ের মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা দেন তিনি। তাঁদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয় সেই বিষয়ে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী।