পাকিস্তানের সামরিক পরিচালন বিভাগের মহাপরিচালক (ডিজিএমও) আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিজিএমও-কে ফোন করেন। উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয় যে, ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সব ধরনের গুলি চালানো এবং সামরিক কার্যক্রম বন্ধ রাখা হবে। কিন্তু ,ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। উদমপুর এবং শ্রীনগরের কিছু অংশে এয়ার রেইড সাইরেনও বাজানো হয়।এক্স-এ (পূর্বে টুইটার) একটি পোস্টে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ লিখেছেন, “যুদ্ধবিরতির কী অবস্থা হলো? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ!!!”

দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার মাঝেই ভারত হুঁশিয়ারি দিয়েছে যে, পাকিস্তানের পক্ষ থেকে কোনও “অপ্রীতিকর কর্মকাণ্ড” ঘটলে ভারতীয় সশস্ত্র বাহিনী প্রতিরোধে প্রস্তুত রয়েছে।

পাহেলগাম জঙ্গি হামলা এবং তারপরেই শুরু হওয়া ‘অপারেশন সিন্দুর’-এর পর কয়েক দিন ধরে চলা উত্তেজনার পটভূমিতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে।

আজ সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে কমোডর রঘু আর নায়ার জানান, ভারতীয় সামরিক বাহিনী যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে, তবে যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে। তিনি বলেন, “স্থল, সমুদ্র ও আকাশপথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীকে এই সমঝোতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।”

এই যুদ্ধবিরতির ঘোষণা প্রথম আসে আজ সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্টে, Truth Social-এ। তিনি লেখেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় দেশকেই অভিনন্দন—সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ দূরদর্শিতা দেখানোর জন্য। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!”

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রিও বিষয়টি নিশ্চিত করেন, জানান যে পাকিস্তানের সামরিক পরিচালন বিভাগের মহাপরিচালক (ডিজিএমও) আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে তাঁর ভারতীয় সমকক্ষকে ফোন করেন। উভয় পক্ষ স্থল, আকাশ এবং সমুদ্রপথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সম্মত হয় এবং সন্ধ্যা ৫টা (ভারতীয় মান সময়) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর