ব্যুরো নিউজ ,৬ মে: মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার আবহে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সরগরম রাজনীতি। সেই উত্তপ্ত পরিবেশেই ঘটনাস্থলে পৌঁছে ওয়াকফ শব্দ শুনেই দৃশ্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা করেন, ‘‘আমাকে উত্তেজিত করবেন না। ওয়াকফ নিয়ে আমি আর কোনও কথা বলব না।’’
ওয়াকফ ইস্যুতে গুজব ছড়ালে কঠোর পদক্ষেপ
তবে বক্তৃতার মধ্যেই নিজের অবস্থান পরিস্কার করেন তৃণমূল নেত্রী। বলেন, ‘‘কেন্দ্র যে আইন করছে, সেটা আমাদের রাজ্যের হাতে নেই। আমরা বিরোধিতা করলেও ওরা জোর করে করছে। তবে আমি যতদিন আছি, আপনাদের গায়ে হাত পড়তে দেব না। বাংলায় সবাই আপনজন। এখানে কেউ কারও বিরুদ্ধে নয়।’’
১৯৭১ সালের পর প্রথম: সারা দেশে অসামরিক মহড়া, বাংলার ৩১ এলাকাতেও প্রস্তুতি চূড়ান্ত
বক্তৃতার শেষের দিকে মঞ্চে উপস্থিত এক তৃণমূল নেতা মুখ্যমন্ত্রীকে আবারও ওয়াকফ প্রসঙ্গ তোলার অনুরোধ করেন। তখনই ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ‘‘আর একটাও কথা বলব না এই নিয়ে। আমাকে উত্তেজিত করবেন না। বাংলায় ওয়াকফ নিয়ে কোনও প্রশ্নই নেই। দিল্লিতে গিয়ে বলুন, এখানে নয়।তিনি আরও যোগ করেন, ‘‘বাংলায় আপনাদের কোনও সমস্যা নেই। আমি কারও জমি অধিকার করব না। বিষয়টা আদালতের আওতায় রয়েছে, স্থগিতাদেশ জারি আছে। সবাই জানেন, বিষয়টি বিচারাধীন।’’
কলকাতা কাঁপল সাতসকালে!এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তি কেলেঙ্কারি ঘিরে ইডির হানা একাধিক স্থানে
ওয়াকফ বিতর্ক নিয়ে গুজব ছড়ানো এবং অশান্তি তৈরির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘‘এ নিয়ে আর যদি কেউ গোলমাল করেন, তবে আমি নিজেই সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াব।’’ তার সাফ বার্তা, ‘‘আপনারা যদি অধিকার হারান, সেই অধিকার রক্ষার দায়িত্ব আমার। এনআরসি করার সময়ও তো আমাদের রাস্তায় নামতে হয়েছিল। আপনারা সিদ্ধান্ত নিতে বলবেন, কিন্তু সেই আন্দোলনের নেতৃত্ব আমাকেই দিন।’’
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। কেন্দ্রের ওয়াকফ আইন ঘিরে রাজ্যের এই প্রতিক্রিয়া এবং মমতার কঠোর হুঁশিয়ারি রাজ্যের রাজনীতিতে যে নতুন মোড় আনতে চলেছে, তা স্পষ্ট।