ছোটবেলায় আমরা সবাই সেই পরিচিত গল্পটা পড়েছি—

 

ব্যুরো নিউজ,২৮ মার্চ :  ছোটবেলায় আমরা সবাই সেই পরিচিত গল্পটা পড়েছি—কাক ও জলের কলসি। যেখানে এক চালাক কাক গ্লাসে পাথর ফেলে জল উপরে তোলে এবং তারপর তা পান করে। কিন্তু কখনো ভেবেছিলেন কি, এই গল্প বাস্তবে সত্যি হতে পারে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও যেন ছোটবেলার সেই গল্পকেই বাস্তবে রূপ দিল!

লন্ডনে বঙ্গশিল্প সম্মেলনে ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের আহ্বান

ইনস্টাগ্রামে dilaverkeskin38 নামের এক ব্যক্তি এই ভিডিওটি শেয়ার। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রচণ্ড তৃষ্ণার্ত একটি কাক জল খুঁজছে। তার সামনে পড়ে থাকা একটি কলসির ভেতরে সামান্য জল রয়েছে, কিন্তু তা এতটাই নিচে যে কাকটির পক্ষে তা পান করা সম্ভব নয়। বুদ্ধিমান কাকটি তখন আশপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট নুড়ি-পাথরের টুকরো ঠোঁটে তুলে একের পর এক গ্লাসেরভিতরে ফেলতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায়, জল ধীরে ধীরে উপরে উঠে আসছে! কিছুক্ষণ পরেই কাকটি নিশ্চিন্তে জল পান করতে সক্ষম হয়।

কেকেআরের জয়,শাহরুখের ভক্ত গ্রেফতার

এই ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন, ছোটবেলায় বইয়ে পড়া সেই নীতিকথার গল্প এবার সত্যি চোখের সামনে দেখতে পাচ্ছেন। তবে, EVM News এখনও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

গল্প হোক বা বাস্তব, এই ঘটনা আবারও প্রমাণ করল—বুদ্ধি থাকলে সব সমস্যার সমাধান সম্ভব!

ভিডিও লিঙ্ক: [লিঙ্ক সংযুক্ত করুন]

https://www.instagram.com/reel/DHgxSCftXLE/?igsh=MTg4dXQydG9tYTZxNA==

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর